গরু ব্যবসায়ীকে অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন
আজকাল | ০৯ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অপহরণের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এক ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চার অপহরণকারীকে। মঙ্গলবার ঘটনাটি ঘটে আসানসোল পুলিশ কমিশনারেটের সালানপুরে। উদ্ধারের পর অভিযুক্তদের থানায় নিয়ে আসায় পর অপহরণকারীদের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা।
জানা গিয়েছে, এদিন সকালে সালানপুর থানার কালিপাথর এলাকায় এক গরু ব্যবসায়ী শ্যামসুল আনসারিকে ধাঙ্গুরি এলাকা থেকে অপহরণ করা হয়। অপহৃতর পরিবারের দাবি, মুক্তিপণ চেয়ে ১০ লক্ষ টাকা দাবি করা হয় তাদের কাছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। জানা গিয়েছে, অপহৃতের মোবাইল নাম্বার 'ট্র্যাক' করার পাশাপাশি সতর্ক করা হয় আশেপাশের সমস্ত থানাকে। রাস্তায় বাড়ানো হয় নজরদারি। বিপদ বুঝে অপহরণকারীরা চলে যায় জামুরিয়ার বীর কুলটির শ্মশানে।
সেখান থেকেই পরিস্থিতির ওপর নজর চালাতে থাকে তারা। ইতিমধ্যেই জামুরিয়া থানার পুলিশ শ্মশানে পৌঁছে যায় এবং দুষ্কৃতীদের আটকের পাশাপাশি উদ্ধার করে অপহৃতকে। ধৃতদের সালানপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। দুষ্কৃতীদের নিয়ে থানায় আসার পর তাদের গাড়ির ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় গাড়ি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।