মেয়েদের বাঁচাতে গিয়ে গণধর্ষণের শিকার বিধবা মা, খড়দহে ভয়ঙ্কর কাণ্ড, গ্রেপ্তার ৪ ...
আজকাল | ০৯ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের লাগাতার হুমকি। তাদের বাঁচাতে গিয়ে শেষমেশ গণধর্ষণের শিকার হলেন বিধবা মা। ভয়াবহ ঘটনার পর, রহড়া থানায় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রহড়া থানার অন্তর্গত খড়দহের আমবাগান এলাকায় এক বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত চার যুবককে গ্রেপ্তার করেছে রহড়া থানার পুলিশ। সেদিন রাতে রহড়া থানার ডাঙ্গা উত্তরপাড়ার বাসিন্দা ৪৭ বছরের ওই বিধবা মহিলাকে হঠাৎ ঘিরে ধরে স্থানীয় কিছু যুবক। বাড়ি ফেরার পথে তাঁর রাস্তা আটকায়। সেসময় মহিলার সঙ্গে একজন আত্মীয় ছিলেন। তাঁকে মারধর করে মহিলাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে গণধর্ষণ করে। তারপর পালিয়ে যায়।
ঘটনার পরেই রহড়া থানায় ওই বিধবা মহিলা লিখিত অভিযোগ জানান। প্রথমে পুলিশ দু'জনকে গ্রেপ্তার করে। এই দু'জনকে জেরা করে আরও দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতেরা হল, ছোট্টু, জাবেদ, আলমিন, আকবর।আজ বারাকপুর আদালতে পেশ করা হয়েছে।