• বিয়ের তিরিশ বছর পর বধূ নির্যাতন, স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুন, যাবজ্জীবন কারাদণ্ড বলাগড়ের বৃদ্ধের...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিয়ের তিরিশ বছর পর স্ত্রীকে নির্যাতন এবং আগুনে পুড়িয়ে খুন করা অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে ওই ব্যক্তিকে। ত্রিশ বছর পর সেই দোষে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়ছে এখন ওই বৃদ্ধকে। চুঁচুড়া আদালতের দ্বিতীয় ফাস্ট ট্রাক কোর্টের বিচারক শুভ্রা ভৌমিক ভট্টাচার্য মঙ্গলবার এই খুনের মামলায় সাজা ঘোষণা করেন।

    মামলার সরকারি আইনজীবী ছিলেন প্রশান্ত আগরওয়াল। তাঁকে পাশে নিয়ে আদালতের মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলী বলেন, "বলাগড়ের বাসিন্দা বিশ্বজিৎ দাস (৬১) তাঁর স্ত্রী চন্দনা দাস (৫৫)কে ২০১৯ সালের ৭ জানুয়ারি গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন। চুঁচুঁড়া ইমামবাড়া হাসপাতালে মৃত্যুকালীন জবানবন্দিতে স্বামীকে দায়ী করেন ওই মহিলা।  ৯ জানুয়ারি মৃত্যু হয় চন্দনার।"

    শঙ্কর আরও জানিয়েছিলেন, বিয়ের দশ বছর পর থেকেই তাঁর উপর শুরু হয় শারীরিক নির্যাতন। মদ্যপ অবস্থায় চলত অকথ্য মারধর। ঘটনার রাতে বাড়িতেই স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন বৃদ্ধ। তাঁদের বড় মেয়ে সরসী দাস ১১ জানুয়ারি বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলাগড় থানায়। পুলিশ ২৭ জানুয়ারি বিশ্বজিতকে গ্রেফতার করে তদন্ত শুরু করে। মামলার তদন্ত করেন উজ্জ্বল দে। মোট ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয় এই ঘটনায়।

    গত ৫ এপ্রিল বিশ্বজিতকে দোষী সাব্যস্ত করে আদালত। ৪৯৮এ ধারায় ছয় মাস সশ্রম কারাদণ্ড এক হাজার টাকা জরিমানা। অনাদায়ে একমাস জেল। ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর কারাদণ্ডের সাজা শোনায় আদালত।
  • Link to this news (আজকাল)