• নতুন বাইক নিয়ে 'জয়রাইড', সেতু থেকে খালে পড়ে থামল দুরন্ত গতি...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৫
  • অতীশ সেন, ডুয়ার্স: নতুন কেনা বাইক নিয়ে ঘুরতে বেড়িয়ে সারারাত নিখোঁজ ছিল দুই যুবক। সকালে ভারত-ভুটান সড়কের নীচ দিয়ে যাওয়া শুকনো খাল থেকে উদ্ধার হল তাঁদের মৃতদেহ। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগান সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক সড়কের উপর থাকা সেতুর নীচ থেকে মঙ্গলবার সকালে এই দুই যুবকের দেহ উদ্ধার হয়। মৃত দুই যুবক শিবা শা (২০) এবং সঞ্জীব মাহাতো (২১)-এর বাড়ি বানারহাটের এল.আর.পি মোড় এলাকায়। মনে করা হচ্ছে সড়কের উপর থাকা একটি তীক্ষ্ণ বাঁক দ্রুতগতিতে পেরোতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা বাইক নিয়ে ব্রিজের উপর থেকে খালে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। সকালে বানারহাট থানার চামুর্চী আউটপোস্টের পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

    জানা গিয়েছে, শিবা এবং সঞ্জীব দু'জনেই প্রতিবেশী। সঞ্জীব স্থানীয় একটি গ্রীল ফ্যাক্টরিতে কাজ করত। শিবা একটি ফলের দোকান চালাতেন। সোমবার শিবা একটি মোটরসাইকেল কিনেছিলেন। এরপর বিকেলে বন্ধু সঞ্জীবকে নিয়ে সে চামুর্চীতে বেড়াতে যায়। সেখানে এক আত্মীয়ের বাড়িতে রাত আটটা পর্যন্ত তাঁরা ছিলেন। এর পর তাঁরা বাড়ি ফেরার জন্য রওনা দিলেও তাঁদের সঙ্গে রাতে আর যোগাযোগ করা যাচ্ছিল না। দুই যুবকের পরিবারের সদস্যরা রাতভর বানারহাটের বিভিন্ন জায়গায় তাঁদের সন্ধানে খোঁজাখুঁজি করেন। সকালে চুনাভাটির টার্নিং ব্রিজের নীচে বাইক-সহ তাঁদের পড়ে থাকতে দেখা যায়। তাঁদের উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত বলে ঘোষণা করেন। বানারহাট পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যরা দুই যুবকের মৃত্যুর খবর পান। ঘটনায় দুই পরিবারে পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
  • Link to this news (আজকাল)