• এসি বাসে অগ্নিকাণ্ড, তারপর যা হল শুনলে চমকে যাবেন
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ এসি বাসে অগ্নিকাণ্ড। খাস কলকাতায়। পুলিশ সূত্রে জানা গেছে, পাইকপাড়ায় একটি এসি বাসে আগুন লেগে যায়। সোমবার দুপুরের এই ঘটনায় জখম হন বেশ কয়েকজন যাত্রী। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড। শেষ খবর অনুযায়ী বাসটি প্রায় ভস্মীভূত হয়ে গেছে।

    জানা গেছে, সোমবার বাসটি বেলঘরিয়া থেকে বেরিয়ে বি টি রোড ধরে যাচ্ছিল। পাইকপাড়া মোড়ের কাছে এসি বাসটিতে আচমকা ধোঁয়া বেরতে দেখা যায়। সেই সময় বাসে ছিলেন অনেকেই। ধোঁয়া দেখতে পেয়েই চিৎকার শুরু করেন যাত্রীরা। বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তড়িঘড়ি যাত্রীরা নামতে না নামতেই দাউদাউ করে আগুন জ্বলে যায় বাসে। 

    কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী জখম হন। কীভাবে চলন্ত এসি বাসটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কিছু, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
  • Link to this news (আজকাল)