• স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, খুন করে পালাতে গিয়ে গ্রেপ্তার স্বামী
    বর্তমান | ০৯ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: পাশের পাড়ার এক যুবকের সঙ্গে স্ত্রীর পরকীয়া সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেছিলেন স্বামী। এরপরই হল মারাত্মক পরিণতি। স্ত্রীকেই খুন করে পালাচ্ছিল অভিযুক্ত স্বামী। কিন্তু হল না শেষ রক্ষা। শেষমেশ পুলিসের হাতে গ্রেপ্তার হল অভিযুক্ত। আজ, সোমবার তাকে ক্যানিংয়ের আঠারোবাঁকি থেকে ধরা হয়। জানা গিয়েছে, সোনারপুর থানার মাহীনগরে বিগত আট বছর ধরে ভাড়াবাড়িতে থাকতেন বাপি ও প্রিয়াঙ্কা গায়েন। দম্পতির এক ছয় বছরের সন্তানও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে সুপ্রকাশ দাস নামে এক যুবক তাঁর স্ত্রীর সঙ্গে পাশের পাড়ায় থাকতে আসেন। এরপরই প্রিয়াঙ্কার সঙ্গে ওই যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। তদন্তে পুলিস জানতে পেরেছে, বেশ কিছু সপ্তাহ ধরেই এটি চলছিল। এর মধ্যেই একদিন হাতেনাতে দু’জনকে ধরে ফেলে বাপি। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা হয়। অভিযোগ, গত রবিবার রাতে স্ত্রী ঘুমিয়ে পড়তেই তাঁকে গামছার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে বাপি। পরদিন, অর্থাৎ সোমবার ভোরে স্ত্রীর দেহ বাড়িতে তালাবন্দি করে ছয় বছরের নাবালক পুত্র সন্তানকে নিয়ে বাপি গা ঢাকা দেয়। নিজের দেশের বাড়িতে মায়ের কাছে ছেলেকে রেখে বাসন্তী এলাকায় পালিয়ে যায় সে। সেখান থেকে জীবনতলায় আসার সময় আঠারোবাকিতে পুলিসের কাছে ধরা পড়ে সে। আপাতত অভিযুক্ত পুলিস হেফাজতেই রয়েছে। এই ঘটনায় ওই বাড়ির মালিক বিশ্বদীপ চট্টোপাধ্যায় বলেন, দু’জনের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া অশান্তি হতো। তবে এত বড় কাণ্ডকারখানা চলছে সেটা জানতে পারিনি। অন্যদিকে, ধৃত যুবক পুলিসের কাছে জানিয়েছে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বিরক্ত হয়েই তাঁকে খুন করেছে সে।
  • Link to this news (বর্তমান)