রামনবমীর পর হনুমান জয়ন্তীতে মনোনিবেশ করেছে গেরুয়া শিবির। এই উৎসব উপলক্ষে আগামী ১২ এপ্রিল বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতার রেড রোডে মিছিল করতে চায় বিজেপি। কিন্তু কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। সেজন্য অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। কলকাতা হাইকোর্ট মামলা করার অনুমতি দিয়েছে। বুধবার এই মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে।
আদালতে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে, এই মিছিলের কর্মসূচির জন্য পুলিশের কাছে অনুমতি চাইলেও তা মেলেনি। এরপরই অনুমতির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। মামলাকারীদের দাবি, রেড রোডে অন্য সম্প্রদায়কে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে অনুমতি দেওয়া হয়। সেই সময় বেশ কয়েক ঘণ্টা ধরে রাস্তা বন্ধ থাকে। চলে ধর্মীয় আচার ও শুভেচ্ছা বিনিময়। তাহলে তাদের অনুমতি দেওয়া হল না কেন?
উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, চলতি বছরে রামনবমীর মতো হনুমান হয়ন্তীতেও রাজ্যে মিছিল হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রেড রোডে মিছিল করতে চায় বিজেপি। তাই পুলিশের কাছে অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ গেরুয়া শিবির।