মোথাবাড়ি যেতে পারবেন শুভেন্দু, শর্ত বেঁধে দিল হাই কোর্ট
প্রতিদিন | ০৯ এপ্রিল ২০২৫
গোবিন্দ রায়: মালদহের মোথাবাড়ি যাওয়ার অনুমতি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানি ছিল। সেখানেই শর্ত সাপেক্ষে নন্দীগ্রামের বিধায়ককে অনুমতি দেওয়া হল। আগামী ১১ তারিখ তিনি মোথাবাড়ি যেতে পারবেন। সেই নির্দেশ দেওয়া হয়েছে।
গত মাসে মালদহের মোথাবাড়ি উত্তপ্ত হয়ে উঠেছিল গোষ্ঠী সংঘর্ষে। সেই ইস্যুতে বঙ্গ বিজেপির নেতারা একাধিক কর্মসূচি নিয়েছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিজেপি নেতৃত্বকে মোথাবাড়ি যাওয়ার ক্ষেত্রে পুলিশ বাধা দিয়েছে। সেই অভিযোগ বিজেপির পক্ষ থেকে তোলা হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মোথাবাড়ি যেতে চেয়েছিলেন। তিনিও পুলিশের বাধা পান বলে অভিযোগ। এরপরই মোথাবাড়ি যেতে চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেন শুভেন্দু। সেই আবেদন মামলা আকারে গৃহীত হয়েছিল। শুভেন্দু অধিকারী আবেদনে জানিয়েছিলেন, একজন বিজেপি বিধায়ক ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে তিনি মোথাবাড়ি যেতে চান।
আজ মঙ্গলবার ওই মামলার শুনানিতে হাই কোর্ট সেই অনুমতি দিল। আগামী ১১ তারিখ শুক্রবার তিনি মোথাবাড়ি যেতে পারবেন। সেক্ষেত্রে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে কেবল একজন বিজেপি বিধায়ক ও নিরাপত্তারক্ষী থাকবেন। এছাড়াও আদালতের তরফে কিছু শর্ত দেওয়া হয়েছে। মোথাবাড়ি গিয়েও কোনও রাজনৈতিক ভাষণ দিতে বা মন্তব্য করতে পারবেন না শুভেন্দু। মোথাবাড়ির চারটি অঞ্চলে শুভেন্দু যেতে চেয়েছিলেন। সেই চারটে জায়গাতেই আদালত যাওয়ার ছাড়পত্র দিয়েছে। তবে বিরোধী দলনেতা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারবেন। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত তিনি মোথাবাড়ি থাকতে পারবেন। সেই কথা আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার শুনানির সময় আপত্তি জানিয়ে এদিনও সরকারি কৌঁসুলি জয়ন্ত সামন্ত বলেন,” রামনবমীতেও সেখানে অশান্তি হয়েছে। সামনে হনুমান জয়ন্তী, ওই দিনই তিনি যেতে চাইছেন সে কারণে আপত্তি জানানো হচ্ছে। এখন ওই এলাকার পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে। তিনি ওই এলাকায় গেলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে।” তাই ১২ তারিখের পর যাওয়ার অনুমতি দেওয়া হোক বলে জানায় রাজ্য। তবে একাধিক শর্তসাপেক্ষে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে হাই কোর্ট।