• নাতনি হওয়ায় আত্মহারা ঠাকুর্দা, ফুল দিয়ে সাজানো গাড়ি এনে নিয়ে গেলেন ঘরে
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৫
  • হাসপাতাল চত্বর। অ্যাম্বুল্যান্স কিংবা রোগীদের নিয়ে আসা টোটো বা গাড়ি, এসব দেখেই অভ্যস্ত সকলে। কিন্তু সেইখানেই দাঁড়িয়ে ছিল ফুল দিয়ে সাজানো গাড়িটি, অনেকটা বিয়েবাড়িতে যেমন সাজানো থাকে। তা দেখে অবাক হয়েছিলেন অনেকেই। মেমারি হাসপাতালের সামনে কেন দাঁড়িয়ে ছিল গাড়িটি? কারণটিও বেশ চমৎকার।

    পরিবারে কন্যা সন্তান হওয়ায় এমন আয়োজন করেছিল বৈঁচি আলিপুরের একটি পরিবার। আয়োজনে ছিলেন সেই পরিবারের বয়োজ্যেষ্ঠ শেখ জাহাঙ্গির। ফুল দিয়ে সাজানো গাড়িতে সদ্যোজাত নাতনিকে বাড়ি নিয়ে গেলেন ঠাকুর্দা শেখ জাহাঙ্গির। তিনি জানাচ্ছেন, তাঁর পরিবারে সকলেরই পুত্র সন্তান হয়েছে। পরিবারে কন্যা সন্তান আসুক, এমনটা দীর্ঘদিন ধরেই চেয়েছেন তিনি। রবিবার মেমারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন শেখ জাহাঙ্গিরের পুত্রবধূ মেহেনাজ খাতুন। আর মঙ্গলবার নাতনিকে বাড়ি নিয়ে যেতে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে হাসপাতালে হাজির গোটা পরিবার।

    শেখ জাহাঙ্গির বলেন, ‘আমার ইচ্ছা ছিল মেয়ে হোক। কন্যা সন্তান হওয়ার আনন্দের ফুল দিয়ে গাড়ি সাজিয়ে তাকে বাড়ি নিয়ে যাবো। কন্যা সন্তান হলে অনেকেই দুঃখ পায় কিন্তু এটা ভুল ধারণা, সকলেই সমান। আমার দুই ছেলে তাই আমার নাতনি হওয়ায় আমি খুবই খুশি।’ মা মেহেনাজ খাতুন বলছেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। কন্যা সন্তান ঘরের লক্ষী। কন্যা সন্তান হলে তাকে দেখে যদি ভুরু কুঁচকানো হয়, তাহলে যিনি তাকে পাঠিয়েছেন তিনিও নারাজ হবেন।’

  • Link to this news (এই সময়)