এক ধাক্কায় বদলি রাজ্য পুলিশের ১০ আধিকারিক। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। রুটিন মাফিক বদলি বলেই রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্দিরবাজার থানার সার্কেল ইন্সপেক্টর তিতাস পাণ্ডাকে ইন্সপেক্টর ইন চার্জ করে পাঠানো হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। তমলুকের সার্কেল ইন্সপেক্টর ছিলেন প্রসেনজিৎ ঘোষ, তাঁকে বীরভূমে বদলি করা হয়েছে।
একইভাবে বিধাননগরের ইন্সপেক্টর সুদীপ্ত নস্করকে পাঠানো হচ্ছে নিউ টাউনে। হাওড়ার চ্য়াটার্জিহাট থানার রাজা সরকার বদলি হয়েছেন মুর্শিদাবাদে। বেলডাঙার জামালউদ্দিন মণ্ডলকে পাঠানো হচ্ছে হাওড়ার চ্য়াটার্জিহাট থানায়। পাশাপাশি ফালাকাটার ইন্সপেক্টর ইন চার্জ সুমিত তালুকদারকে বদলি করা হয়েছে বেলডাঙায়। আলিপুরদুয়ারের ট্রাফিক ইন্সপেক্টর অভিষেক ভট্টাচার্যকে ইন্সপেক্টর ইন চার্জ করে পাঠানো হচ্ছে ফালাকাটায়।
ঝাড়গ্রামের কোর্ট ইন্সপেক্টর দীপঙ্কর দাস ইন্সপেক্টর ইন চার্জ হিসেবে যোগ দিচ্ছেন বেলপাহাড়ি থানায়। বাসন্তীর অভিজিৎ পাল এবং বেলপাহাড়ির আশিস জৈনকে যথাক্রমে চন্দননগর ও ঝাড়গ্রামে বদলি করা হয়েছে।