ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী। এমএসসিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক করেছিলেন দিনহাটার মেয়ে ময়ূরাক্ষী। সেই মেয়ে এ বার যাচ্ছেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে। খবরে খুশির হাওয়া জেলা জুড়ে।
জানা গিয়েছে, ISRO-র অধীনে থাকা ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে বিজ্ঞানী হিসেবে কাজ করবেন ময়ূরাক্ষী চন্দ্র। বর্তমানে ময়ূরাক্ষী ‘সয়েল সায়েন্স’ নিয়ে দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে পিএইচডি করছেন। নিজের এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন মা-বাবাকেই।
কোচবিহার জেলার দিনহাটা শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ময়ূরাক্ষী। বাবা প্রদীপ চন্দ্র একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। মা বুলবুল দেব দিনহাটা মহকুমা হাসপাতালে স্টাফ নার্স। ২০১৬ সালে ময়ূরাক্ষী উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন। এর পরেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান নিয়ে ভর্তি হন। সেখান থেকেই স্নাতক উত্তীর্ণ হন।
মেয়ের এত বড় সাফল্যে খুশি ময়ূরাক্ষীর মা-বাবাও। তাঁরা বলেন, ‘মেয়ে এত বড় সুযোগ পেয়েছে ভাবতেই পারছি না।’ আগামী দিনে মেয়ে দেশের সেরা বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নিক সেটাই চাইছেন মা-বাবা।