ভোটব্যঙ্ক রক্ষা করতে ব্যস্ত পুলিশ, জঙ্গিপুরে আধাসেনা নামানোর দাবি করলেন শুভেন্দু
হিন্দুস্তান টাইমস | ০৯ এপ্রিল ২০২৫
ওয়াকফ বিলের প্রতিবাদের নামে মুর্শিবাদের উমরপুরে উন্মত্ত জনতার তাণ্ডব থামাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই দাবি জানান তিনি। একই সঙ্গে রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য পুলিশ একেবারে ব্যর্থ বলে মন্তব্য করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুবাবু লিখেছেন, ‘রাষ্ট্রপতির সইয়ের পর ওয়াকফ সংশোধনী বিল ইতিমধ্যে দেশের আইনে পরিণত হয়েছে। সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে মুর্শিদাবাদে ফের তাণ্ডব শুরু করেছে শান্তিপূর্ণ সম্প্রদায়ের সদস্যরা। CAA বিরোধী প্রতিবাদের মতো ফের সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করা শুরু করেছে দুষ্কৃতীরা। এটা অসহমতি জানানোর পদ্ধতি নয়। এটা অসহমতি জানানোর নামে ধ্বংসলীলা যা সম্পূর্ণ অসাংবিধানিক।’
তিনি আরও লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের পুলিশ ও প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। কারণ তারা শাসকদলের ভোটব্যাঙ্ক রক্ষা করতে চোখ বন্ধ করে রয়েছে।’
শুভেন্দুবাবুর দাবি, ‘আমি মুখ্যসচিব ও মুর্শিদাবাদের জেলাশাসককে অনুরোধ করব আপনারা রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করুন ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানান। কারণ পুলিশ যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না তা স্পষ্ট। এটাই আইনের শাসন প্রতিষ্ঠার একমাত্র উপায়।’
বলে রাখি, ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের জঙ্গিপুরের উমরপুরে জাতীয় সড়ক অবরোধ করে জনতা। পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় অবরোধকারীদের। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। আগুন দেওয়া হয় একের পর এক পুলিশের গাড়িতে। উন্মত্ত জনতার আক্রমণে ২ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এর জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে ছিল জাতীয় সড়ক। সন্ধ্যার পর বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে তাণ্ডবকারীদের রাস্তা থেকে সরানো হয়। এর পর শুরু হয় যানচলাচল। পুলিশের দাবি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।