আমি এসবে নেই! অভিজিৎবাবুর কমিটি গঠনের প্রস্তাব আদালত অবমাননার সামিল: বিকাশরঞ্জন
হিন্দুস্তান টাইমস | ০৯ এপ্রিল ২০২৫
রাজ্যে ২৬ হাজার চাকরিহারাদের মধ্যে কারা যোগ্য, তা চিহ্নিত করতে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রস্তাবকে পত্রপাঠ খারিজ করে দিলেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী তথা রাজ্যসভায় বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, এই ধরণের যে কোনও উদ্যোগ আদালত অবমাননার সামিল।
মঙ্গলবার যোগ্য প্রার্থীদের চিহ্নিত করতে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন অভিজিৎবাবু। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গি থেকে সরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে সম্মোধন করে তিনি বলেন, ‘দিদি আপনি একটা কমিটি গঠন করুন। যে কমিটির চেয়ারম্যান হবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কমিটিতে থাকবেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, আইনজীবী ফিরদৌস শামিম, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত। থাকবেন SSCর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও SSCর আইনজীবী।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত কমিটির সদস্য হতে রাজি আছেন কি? জবাবে বিকাশবাবু বলেন, ‘পাগল না কি! আমি এসবে নেই! আমি এরকম কোনও কমিটির সদস্য হব না। কমিটি গঠন করার কোনও এক্তিয়ার মুখ্যমন্ত্রী বা কারও নেই। কমিটি গঠন করলে একমাত্র করতে পারে সুপ্রিম কোর্ট। আমি এসব কমিটির সদস্য হয়ে শেষে আদালত অবমাননারা দায়ে পড়ব না কি? এই ধরণের কোনও কমিটি গঠন আদালত অবমাননার সামিল।’
তিনি বলেন, ‘কোনও কমিটি গঠন করে কোনও লাভ হবে না। কারণ আদালতে প্রমাণ হয়ে গিয়েছে ২০১৬ সালের গোটা নিয়োগপ্রক্রিয়াই দুর্নীতিমূলক। সংবিধানের একের পর এক অনুচ্ছেদের দফারফা করে এই নিয়োগপ্রক্রিয়া চলেছে। কারও পক্ষে বলা সম্ভব নয় এই প্রক্রিয়ার মধ্যে কে স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন আর কে দুর্নীতির সাহায্যে চাকরি পেয়েছেন। আদালতের নির্দেশ নিয়ে কারও কোনও বক্তব্য থাকলে তারা আদালতে জানাতে পারেন। আমরা আমাদের বক্তব্য আদালতেই জানাব।’