'নারদার টাকা নিচ্ছে, গিফট নিচ্ছে, দু’নম্বরি লোকেদের এক হতে বেশি সময় লাগে না'
হিন্দুস্তান টাইমস | ০৯ এপ্রিল ২০২৫
তৃণমূলের সংসদীয় দলের মধ্যে বিবাদ প্রকাশ্যে চলে আসার পর সতীর্থদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দলেরই ৩ সাংসদকে চাঁচাছোলা আক্রমণ করেন তিনি। দুর্নীতির অভিযোগে একের পর এক তির ছোড়েন কল্যাণ। এমনকী দলের সাংসদদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলে বলেন, ‘দু’নম্বরি লোকেদের একজায় আসতে বেশি সময় লাগে না।
এদিন নাম না করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বেলাগাম আক্রমণ করেন কল্যাণ। বলেন, এক মহিলা সাংসদ শুধু মোদী আর আদানির বিরুদ্ধেই সরব কেন? বিজেপির অন্য নেতাদের বিরুদ্ধে কেন তিনি মুখ খোলেন না?’ এমনকী, রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু ওই মহিলা সাংসদের কাছে মাথা নত করবেন না বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধেও সরব হন কল্যাণ। তাঁকে সরাসরি ‘নারদার চোর’ বলে আক্রমণ করেন তিনি। বাদ যাননি বর্ধমান – দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদও। বলেন, ‘৪০ বছর আগে কে ক্রিকেট খেলত তাতে এখন কী?’
সব শেষে কল্যাণ বলেন, ‘আরেকটা জিনিস ভালো হয়েছে। সব চোরগুলো এক জায়গায় এসে গিয়েছে। কেউ এর কাছে গিফট নিচ্ছে। কেউ লন্ডনে যাচ্ছে। কেউ নারদার টাকা খাচ্ছে। কেউ ওমুকের টাকা খাচ্ছে। দু’নম্বরি লোকেদের একজায়গায় আসতে বেশি সময় লাগে না। মমতাদি বুঝবে কী করবে না করবে। তদন্ত তো ওরা চেয়েছে, তদন্ত করুক। বলে দিক, ছেড়ে দিয়ে চলে যাব। নারদার চোর সৌগত রায়ের মতো সাংসদদের নিয়ে দল চলুক।’