সংবাদদাতা, পতিরাম: আমেরিকার ফিলাডেলফিয়ায় আন্তর্জাতিক গণিত সম্মেলনে এবার ডাক পেলেন দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের অধ্যাপক রিপন সাহা। তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। তাঁর বাড়ি পতিরামের শিবমন্দির পাড়ায়।
জানা গিয়েছে, চারবছর অন্তর আন্তর্জাতিক গণিত সম্মেলন হয়। আগামী ২০২৬ সালে ২৩-৩০ জুলাই আমেরিকার ফিলাডেলফিয়াতে সেই আন্তর্জাতিক গণিত সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত হবেন বিশ্বের সেরা গণিতবিদরা। সেই মঞ্চ থেকে গণিতের উপর বিশ্বের সেরা ফিল্ড মেডেল দেওয়া হয়। সেই আন্তর্জাতিক মঞ্চেই রিপনবাবু নিজের গবেষণার সেরা বিষয় নিয়ে আলোচনা করবেন। আন্তজার্তির সম্মেলনে রিপনবাবুর অংশ নেওয়ার কথা ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া জেলাজুড়ে। শুধু নিজের জেলা নয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়ায় উত্তর দিনাজপুর জেলাতেও এনিয়ে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে।
রিপনবাবু বলেন,আন্তর্জাতিক গণিত সম্মেলমে অংশগ্রহণ করা প্রতিটি গণিতবিদের কাছে এক পরম আকাঙ্ক্ষা। এই সম্মেলনে উপস্থিত থাকেন ফিল্ড মেডেল প্রাপ্ত গণিতবিদ সহ বিশ্বের প্রথম সারির গবেষকেরা। এই সম্মেলনে যোগ দেওয়া মানে বিশ্বমঞ্চে নিজের গবেষণা তুলে ধরার এক দুর্লভ সুযোগ, যেখানে বিশ্বের নানা প্রান্তের মেধাবী গণিতবিদদের সঙ্গে চিন্তাভাবনার আদান-প্রদান সম্ভব।
রিপনবাবুর পড়াশোনা পতিরাম হাইস্কুল থেকে। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএসসি, কানপুর থেকে এমএসসি করেন। স্নাতকোত্তর শেষ করে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি করেন। বর্তমানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কর্মরত। এর আগেও তিনি গণিতের ওপর বক্তব্য ও গবেষণা করতে দেশের নানা প্রান্তে গিয়েছেন। ২০১৫ সালে ইতালি, ২০২২ সালে স্পেন, ২০২২ সালে ফ্রান্সের প্যারিসে গিয়েছেন। ২০২৩ সালে ফিলিপিন্স, ২০২৪ সালে সুইডেনে যান গণিতের উপর বক্তব্য রাখতে। এবার ফিলাডেলফিয়াতে অংশগ্রহণের সুযোগ। ইতিমধ্যে সেই আন্তর্জাতিকস্তরের সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র এসেছে রিপনবাবুর কাছে।
অধ্যাপকের প্রতিক্রিয়া, আগে কখনই ভাবতে পারিনি, কোনওদিন এমন এক আন্তর্জাতিক পর্যায়ের সম্মেলনে অংশ নিতে পারব। এই সম্মান শুধু আমার একার নয়, এটি আমার গ্রামের, আমার জেলার এবং আমার বিশ্ববিদ্যালয়ের।