• বরাবাজারে মহিলাকে মারের অভিযোগে ধৃত ১
    বর্তমান | ০৯ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, মানবাজার: বাচ্চাদের মধ্যে ঝামেলাকে ঘিরে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল। সোমবার পুরুলিয়ার বরাবাজার থানার লাগুডী গ্রামে এই অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। সেখানকার বাসিন্দা মণি দাস পড়শি পরিবারের চার সদস্য ও তাদের এক জামাইয়ের বিরুদ্ধে বরাবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। পুলিস নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এদিনই অভিযুক্ত জামাইকে গ্রেপ্তার করে। ধৃত বিপ্লব সহিসের বাড়ি বরাবাজার থানার দিঘি গ্রামে। বছর একান্নর মণি দাস পুলিসকে জানান, সোমবার দুপুর ৩টে নাগাদ তিনি বাড়ির উঠোনে দাঁড়িয়ে ছিলেন। সেসময় বাচ্চাদের মধ্যে সামান্য ঝামেলাকে কেন্দ্র করে পড়শি ভুঁটি সহিস ও তার জামাই বিপ্লব সহিস তাঁকে গালিগালাজ করতে থাকে। তিনি প্রতিবাদ করলে দু’জনই জ্বালানির চ্যালাকাঠ দিয়ে তাঁকে মারধর করে। এরপর ওই পরিবারের আরও তিনজন মিলে তাঁকে চড়, থাপ্পড়, কিল, ঘুষি মারে। তাঁর চিৎকারে অন্য পড়শিরা এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তিনি স্থানীয়দের সাহায্যে চিকিৎসা করিয়ে পুলিসের দ্বারস্থ হন।
  • Link to this news (বর্তমান)