তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পে নতুন জট গোঘাটে, অবস্থান বিক্ষোভে স্থানীয়রা
বর্তমান | ০৯ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সুষ্ঠু জলনিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবিতে এবার অবস্থান বিক্ষোভে বসলেন বাসিন্দারা। তার জেরে তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পে নতুন করে জট দেখা দিয়েছে। ইতিমধ্যে রেলের কাজ বন্ধ হয়ে গিয়েছে। মঙ্গলবার গোঘাটের পশ্চিম অমরপুরে প্রস্তাবিত প্রকল্প এলাকায় অস্থায়ী মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ হয়। তাতে এলাকার পুরুষ ও মহিলারা শামিল হন। তাঁদের দাবি, হিউমপাইপ দিয়ে জলনিকাশির ব্যবস্থা করা হচ্ছে। তাতে বর্ষার জল নামবে না। বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেজন্য বক্স ব্রিজ তৈরি করে জলনিকাশির ব্যবস্থা করার দাবি উঠেছে।
সোমবার রেল হিউমপাইপ বসিয়ে নিকাশি ব্যবস্থার কাজ করতে গেলে বাসিন্দারা আপত্তি তোলেন। সেদিনই কাজ বন্ধ হয়ে যায়। এদিন ওই জায়গায় অস্থায়ী মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ শুরু করেন ‘রেল চালাও গ্রাম বাঁচাও’ কমিটির সদস্যরা। এমনকী, যেখানে কাজ হওয়ার কথা, সেখানে বাঁশ দিয়ে ব্যারিকেডও করে দেওয়া হয়। এর জেরে কাজ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পের এক ইঞ্জিনিয়ার বলেন, পশ্চিম অমরপুরে আপাতত কাজ বন্ধ হয়েছে। ঘটনার কথা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশমতো পদক্ষেপ করা হবে।
আন্দোলনকারী ফটিক কাইতি বলেন, হিউমপাইপ দিয়ে জলনিকাশির ব্যবস্থা আমরা কোনওভাবেই মেনে নেব না। আমাদের দাবি, জলনিকাশের জন্য বক্স ব্রিজ করতে হবে। তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু হয়েছে। পূর্বদিকের অংশে সঠিক কাজ হলে তবেই ফের ব্যারিকেড খুলে দেওয়া হবে। আমরা চাই, রেলপ্রকল্প হোক। কিন্তু তা গ্রামকে বাঁচিয়ে করতে হবে। আন্দোলনকারী বাপন কোলে, মিতা কাইত বলেন, বহুদিন ধরেই আমরা এই এলাকায় বন্যা পরিস্থিতি দেখে আসছি। রেললাইন পাতার জন্য হিউম পাইপ বসানো হলে সমস্যা আরও বাড়বে। আশপাশের এলাকাও প্লাবিত হবে।
গোঘাটের ভাবাদিঘি এলাকায় বহুদিন ধরে জমিজটে রেলপ্রকল্পের কাজ আটকে রয়েছে। বর্তমানে কামারপুকুর থেকে জয়রামবাটির দিকে কাজ চললেও পশ্চিম অমরপুরে জলনিকাশি ব্যবস্থা নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।