নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাড়ল ভোটার সংখ্যা। ওইসঙ্গে আসন্ন উপনির্বাচনে ওই কেন্দ্রে বাড়ছে বুথ সংখ্যাও। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরে সর্বদল বৈঠকে এই তথ্যই তুলে ধরলেন সিইও মনোজ আগরওয়াল। তিনি আরও জানান, ২৪ এপ্রিল পর্যন্ত কালীগঞ্জ আসনের ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। ৮-২৪ এপ্রিল পর্যন্ত এই সংশোধনের কাজে যুক্ত বুথ লেভেল অফিসারদের (বিএলও) ছুটিও বাতিল করা হয়েছে।
এদিনের বৈঠকে ভূতুড়ে বা ভুয়ো ভোটার ইস্যুতে সরব হয় রাজনৈতিক দলগুলি। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে নতুন করে ভোটার তালিকার সংশোধন করা হচ্ছে। সেই তালিকার খসড়া রাজনৈতিক দলগুলিকে তুলে দিয়ে সিইও জানান, গত তিনমাসে কালীগঞ্জ আসনে ৩২৮ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৬০ জন মৃত এবং ১৭ জন ডুপ্লিকেট। এছাড়া অন্য জায়গা থেকে কালীগঞ্জে স্থানান্তর হওয়ার সুবাদে সংযোজিত হয়েছে ৩১২ জনের নাম। সংশোধিত খসড়া তালিকা অনুযায়ী, কালীগঞ্জের ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৪ হাজার ৮৭৮। গত বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ আসনে বুথ ছিল ২৬১টি। এবার কমিশনের নয়া নিয়ম অনুযায়ী, আরও ৪৮টি নতুন বুথ যুক্ত হয়েছে। অর্থাৎ আসন্ন কালীগঞ্জ উপনির্বাচনে মোট বুথের সংখ্যা হবে ৩০৯। এই উপনির্বাচন প্রক্রিয়া ৩১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা। সেক্ষেত্রে মে মাসের মধ্যে এই ভোট নেওয়া হতে পারে।