• চিংড়িঘাটা: দুর্ঘটনায় মৃত্যুতে ধৃত সরকারি বাসের চালক
    বর্তমান | ০৯ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সোমবার কাজে যাওয়ার পথে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে হরমোহন রাজবংশী নামে এক স্কুটার আরোহীর। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন স্কুটার চালক অরুণ রায়। বাসের বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার জেরেই দুর্ঘটনা ঘটেছে বলে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অরুণবাবু। এই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাতে অভিযুক্ত সরকারি বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিস। অভিযোগ, ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত চালককে আজ বুধবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে।

    প্রসঙ্গত, অরুণবাবু ও হরমোহনবাবু স্কুটারে করে কসবায় কাজে যাচ্ছিলেন। দু’জনের মাথাতেই হেলমেট ছিল। চিংড়িঘাটায় একটি সরকারি বাস তাঁদের স্কুটারে ধাক্কা মারে। অরুণবাবু বাঁদিকে ছিটকে পড়ায় বেঁচে যান। হরমোহনবাবু রাস্তার ডানদিকে পড়লে তাঁর শরীরের উপর দিয়ে বাসের পিছনের চাকা চলে যায়। বিধাননগর মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবারই অরুণবাবু বিধাননগর দক্ষিণ থানায় বাসচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি অভিযোগপত্রে স্পষ্ট লিখেছেন, ‘বাসের বেপরোয়া গতি ও চালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে’। অভিযুক্ত চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে তিনি পুলিসের কাছে আর্জি জানিয়েছিলেন। পুলিস জানিয়েছে, দুর্ঘটনার পর ওই সরকারি বাসের চালক চম্পট দিয়েছিলেন। তদন্তে নেমে এদিন রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)