নিজস্ব প্রতিনিধি, বরানগর: রহড়ার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙাদিগলা এলাকায় বধূকে গণধর্ষণের ঘটনায় পুলিস আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম শেখ আকবর ও আল আমিন শেখ। তাঁদের বাড়িও ডাঙাদিগলা এলাকায়। ধৃতদের এদিন বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় পুলিস সোমবার শেখ জাভেদ ও মহম্মদ সোনাবাবু ওরফে ছোটুকে গ্রেপ্তার করেছিল।
ডাঙাদিগলার কারবালা পাড়া এলাকায় ওই বধূর স্বামীর কয়েক মাস আগে মৃত্যু হয়েছে। মাঝবয়সি ওই বধূ ছেলেমেয়েদের নিয়ে বাড়িতে একাই থাকেন। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ধৃতরা তাঁর মুখ চাপা দিয়ে পাশের ফাকা জায়গায় তুলে নিয়ে যায়। এরপর খুনের হুমকি দিয়ে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিস তদন্তে নেমে ওই রাতেই দু’জনকে গ্রেপ্তার করেছিল। সোমবার রাতে ফের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতরা প্রাথমিক জেরায় অপরাধ স্বীকার করেছে।