রেজিস্ট্রেশন নিয়ে শিক্ষক শিক্ষণ কেন্দ্রে উত্তেজনা, গেটে তালা
বর্তমান | ০৯ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: রেজিস্ট্রেশন করানোকে কেন্দ্র করে উত্তেজনা বনগাঁ ঘাটবাঁওড় বিভূতিভূষণ টিচার ট্রেনিং ইন্সস্টিটিউটে। কলেজের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, অনুমোদন বহির্ভূতদের রেজিস্ট্রেশন করানো হচ্ছে কলেজে। সংসদের তালিকাভুক্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করানোর দাবিতে সরব হন তাঁরা।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তালিকা অনুসারে চাকরিরত ৫০ জন শিক্ষক বনগাঁ ঘাটবাঁওড় বিভূতিভূষণ সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ কেন্দ্রে ডিএলএড পড়ার জন্য ভর্তি হয়েছিলেন। ওই শিক্ষকদের অভিযোগ, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ৫০ জনের তালিকা ছাড়িয়ে মোট ৭৩ জন পড়ুয়াকে ভর্তি করেছে কলেজ কর্তৃপক্ষ। যোগ্যতা অনুসারে যাঁদের তালিকায় প্রথম দিকে নাম রয়েছে, তাঁদের রেজিস্ট্রেশন না করিয়ে, পরে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁদের রেজিস্ট্রেশন করানো হচ্ছে। প্রাথমিক শিক্ষা সংসদের তালিকায় নাম থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন না হওয়ার কারণে মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন চাকরিরত শিক্ষকরা।
শিক্ষক হাবিবুর রহমান বলেন, কলেজ কর্তৃপক্ষ কী স্বার্থে ৫০ জনের বেশি ছাত্রকে ভর্তি করিয়েছে, তা আমাদের জানা নেই। প্রাথমিক শিক্ষা সংসদে তালিকাভুক্তদের রেজিস্ট্রেশন না করিয়ে, পরে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁদের রেজিস্ট্রেশন করানো হচ্ছে। আমরা এর প্রতিবাদ করেছি। আমাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা না করলে আমরা আমরণ অনশন করব কলেজ গেটে। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুণধর মৃধা বলেন, একটা সমস্যা হয়েছিল। আমরা সমাধান করার জন্য চেষ্টা চালাচ্ছি। তালিকা বহির্ভূত শিক্ষকদের ভর্তি নেওয়াটা ঠিক হয়নি।