• 'মেরা জবান মেরা শাসন হে', বীরভূমে ফের পুরনো মেজাজে অনুব্রত!
    ২৪ ঘন্টা | ০৯ এপ্রিল ২০২৫
  • প্রসেনজিত্‍ মালাকার: ফের পুরনো মেজাজে অনুব্রত মণ্ডল। 'মেরা জবান মেরা শাসন হে', ব্যাট হাতে এবার ক্রিকেট টুর্নামেন্টেপর উদ্বোধন করতে দেখা গেল তাঁকে। 

     বোলপুরে হাটতলায় একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা, য় আর্য সংঘ। আজ, মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। ব্যাট হাতে নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'মেরা জবান মেরা শাসন হে'। 

    এর আগে, রবিবার রামনবমীর দিনে বোলপুরের মিছিলে হেঁটে ছিলেন অনুব্রত। তাঁর দীর্ঘ রাজনৈতির জীবনে প্রথমবার। সঙ্গে ছিলেন সাংসদ অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা-সহ  তৃণমূলের অন্য নেতারা। মিছিল শেষে অনুব্রত বলেন, 'যে কৃষ্ণ, সেই রাম। রাম সবারই ভগবান। 'জেলাজুড়ে মিছিল হয়েছে, কোনও অশান্তি হয়নি। সবাইকে ধন্যবাদ জানাই'। সঙ্গে বার্তা, সবাইতে বলব রামনবমীতে ভালো থাকুন। ভালো পরিবেশ হোক, কোনও হানাহানি ঝগড়া যেন না হয়'।

     

  • Link to this news (২৪ ঘন্টা)