এক্সকারশনে গিয়ে দুর্ঘটনার মুখে কলকাতার আট পড়ুয়া। সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার পথে রাস্তায় গাড়ির উপর ভেঙে পড়ে আস্ত গাছ। টাল সামলাতে না পেরে পড়ুয়াদের নিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। স্থানীয় সূত্রে খবর, পড়ুয়ারা প্রত্যেকেই সুরক্ষিত আছেন। দুর্ঘটনায় অল্প বিস্তর আঘাত লেগেছে তাঁদের বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, চিত্রের কাছে নামার সময় আচমকা ১০ নম্বর জাতীয় সড়কে পড়ুয়া ও পর্যটক বোঝাই গাড়িটির উপর ভেঙে পড়ে বিশাল গাছ। অল্পের জন্য প্রাণে বাঁচেন গাড়ির চালক ও সামনের আসনে থাকা যাত্রী । তবে চালকের আঘাত গুরুতর । ওই গাড়িতে ছিলেন কলকাতার নেতাজি মহাবিদ্যালয়ের ভূগোলের ৮ পড়ুয়া। তাঁরা এক্সকারশনে সেখানে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, বরাতজোরেই রক্ষা পেয়েছেন সকলে। নইলে যে কত বড় বিপদ ঘটত তা ভেবেই শিউরে উঠছেন পড়ুয়া ও যাত্রীরা
দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় কালিম্পং থানার পুলিশ । স্থানীয়দের সাহায্যে পর্যটকদের উদ্ধার করা হয়। আহতদের নিয়ে যাওয়া হয় কালিম্পং হাসপাতালে। অন্যদিকে, রাস্তা জুড়ে পড়ে থাকা বিরাট গাছটির কারণে 10 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বনদপ্তরের কর্মীরা দ্রুত গাছ কেটে সরিয়ে নিলে ফের স্বাভাবিক হয় গাড়ি চলাচল।