• গড়বেতায় শাল গাছে ট্রাকের ধাক্কা, চালকের দলা পাকানো দেহ উদ্ধার
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৫
  • পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় জাতীয় সড়কে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাক থেকে চালকের দলা পাকানো দেহ উদ্ধার করল পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ট্রাকের খালাসিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে বাঁকুড়ার বিষ্ণুপুরের দিক থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। রাত ২টো নাগাদ গড়বেতায় ঢোকার আগে ভাটমারার জঙ্গলে নিয়ন্ত্রণ হারান ট্রাকের চালক। জাতীয় সড়কের পাশে থাকা শাল গাছের সারিতে ট্রাকটি সজোরে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় ট্রাকের সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের। খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ও উদ্ধারকাজ শুরু করে। দোমড়ানো ট্রাকের সামনের অংশ থেকে চালকের দলা পাকিয়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়। গুরুতর জখম ও রক্তাক্ত খালাসিকে উদ্ধার করে প্রথমে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠায় পুলিশ।

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অস্বাভাবিক গতির কারণে দুর্ঘটনা ঘটে। চালক মদ্যপ ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ট্রাকের চালক ও খালাসির নাম ও তাঁদের বাড়ির ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)