রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানিটরি পলিসি কমিটি রেপো রেট কমানোর ঘোষণা করল। ২৫ বেসিস পয়েন্ট কমানো হলো রেপো রেট। মানিটরি পলিসি কমিটির গভর্নর সঞ্জয় মালহোত্রা তিন দিনের ম্যারাথন বৈঠকের পর এ কথা ঘোষণা করেছেন।
তীব্র গরমে অপরিস্রুত জল পান করে অসুস্থ ৫০০ জন আবাসিক। গ্রেটার নয়ডার (পশ্চিম) আনজারা হোম সোসাইটির ঘটনা। সেখানকার বাসিন্দারা তীব্র আতঙ্কে রয়েছেন। গত চার দিনে ৫০০ আবাসিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে তাঁরা জানিয়েছেন। অসুস্থদের অধিকাংশ শিশু ও নাবালক। সোসাইটির ২০ জন বাসিন্দাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আবাসিকদের অনেকেরই অভিযোগ, সোসাইটি কর্তৃপক্ষ জলের ট্যাঙ্ক পরিষ্কার করাননি। সেই কারণেই লোকজন অপরিস্রুত জল পান করে অসুস্থ হয়ে পড়ছেন। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সোসাইটির অফিসে বিক্ষোভ দেখান বাসিন্দাদের বড় একটি অংশ।
ভারতের উপর ২৬ শতাংশ ট্যারিফ বসিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার থেকে কার্যকর হলো সেই শুল্ক। এর জেরে স্টক মার্কেট খুলতেই ধস নেমেছে। উদ্বিগ্ন বাণিজ্য মহল। এই ট্যারিফের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনার স্বার্থে বুধবার ক্যাবিনেট বৈঠক বসতে চলেছে।
সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি। পেলিংয়ের কাছে লেপচাঝোড়া অঞ্চলে রাস্তার উপর একটি গাছ ভেঙে পড়েছিল। সেটিকে এড়িয়ে যেতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি গাড়িটি। গাড়িতে কলকাতার আট পড়ুয়া ছিল বলে খবর। প্রত্যেকেই কলকাতার নেতাজি মহাবিদ্যালয়ের পড়ে। আহতদের উদ্ধার করে কালিম্পং হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারও আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে। বিস্তারিত পড়ুন