• পড়ে রইল খাবার, পাত্র-পাত্রী দু'পক্ষের মধ্যে তুমুল ইট ছোড়াছুড়ি ...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: টেবিলে পড়ে রইল খাবার। বিয়ের অনুষ্ঠানে পাত্র-পাত্রী দু'পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি। ইটের ঘায়ে জখম কয়েকজন। পাঠানো হল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার আসাননগরে।  

    সোমবার দুপুরে ছিল বিয়ের অনুষ্ঠান। কয়েকটি গাড়ি নিয়ে ১৫০ বরযাত্রী-সহ বর পাত্রীর বাড়িতে পৌঁছে যান। পাত্রপক্ষকে আপ্যায়নের জন্য পাত্রীপক্ষ বেশ বড় রকম আয়োজন করেছিল। সব কিছুই ঠিকঠাক ছিল। গোল বাঁধল দেনমোহর ঘোষণা নিয়ে। অভিযোগ, পাত্রকে যা যা দেওয়া হচ্ছিল, দেনমোহরে তার কিছুই উল্লেখ ছিল না। পাত্রীপক্ষ তাতে আপত্তি জানায়। তা অগ্রাহ্য করে বিয়ের দায়িত্বে থাকা হাজিসাহেব নিকাহনামা পড়তে থাকেন। পাত্রীপক্ষ তাতে প্রবল আপত্তি করে। তখন পাত্রের বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রথমে দু'পক্ষের মধ্যে বছর শুরু হয়। পরে শুরু হয় সংঘর্ষ। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাত্রপক্ষের জন্য টিফিনে ছিল লুচি, মুরগির মাংস, কয়েক রকমের ফল আর সিমুই ছিল। মধ্যাহ্নভোজে ছিল দু’রকমের মাংসের পদ, বিরিয়ানি, সাদা ভাত, ডাল, চাটনি, পাপড়, দই ও মিষ্টি। ডিজে বক্সে গান বাজছিল। তালে তালে অল্পবয়সি অতিথিরা কোমর দোলাচ্ছিলেন। আচমকা বিয়ের আসরে তাল কাটল। পাত্রীকে দেওয়ার জন্য পাত্রের লেখা দেনমোহর নিয়ে অশান্তি শুরু হয়। প্রথমে বিপক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপর হাতাহাতি বেধে যায়। কিছুক্ষণের মধ্যে বিয়ের অনুষ্ঠানে ইট ছোড়াছুড়িও চলতে থাকে। ইটের ঘায়ে পাত্র ও পাত্রী উভয়পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বিয়ের আসরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শেষ পর্যন্ত অনাড়ম্বর ভাবে ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

    বিয়ের আসরে উপস্থিত পুলিশ আধিকারিক দু'পক্ষকেই বিষয়টি মানিয়ে নিতে অনুরোধ করেছেন। বিবদমান দু'পক্ষ অবশ্য ঘাড় মেরে তাতে সম্মতি জানিয়েছেন।

     
  • Link to this news (আজকাল)