• গরমের দাপটে নাজেহাল কলকাতাবাসী, কবে আসবে স্বস্তির বৃষ্টি?
    বর্তমান | ০৯ এপ্রিল ২০২৫
  • কলকাতা: চৈত্র মাসেই গরমের দাপটে প্রাণ ওষ্ঠাগত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে কমবেশি চিত্রটা একই। সকাল থেকেই তেড়েফুঁড়ে উঠছে সূর্য। টি-টুয়েন্টি মোডে ব্যাটিং করছে সর্বোচ্চ তাপমাত্রাও। ফলে ঘেমেনেয়ে অস্থির আমজনতা। তবে স্বস্তির বৃষ্টি আসছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত কয়েকদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও, কলকাতার ভাগ্যে শিকে ছেঁড়েনি।আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, আজ সকালে কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘাচ্ছন্ন থাকলেও, বেলা বাড়তেই চড়বে রোদ। যদিও বিকেলের পর থেকে হালকা বাতাস অনুভূত হবে। তবে আজ বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি। গতকাল মঙ্গলবার, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।পূর্বাভাস বলছে, বুধ-বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ। সঙ্গী হবে ঝোড়ো হাওয়াও। ৪০-৫০ কিমি বেগে বাতাস বইতে পারে। এর ফলে কিছুটা হলেও কমবে তাপমাত্রার পারদ।
  • Link to this news (বর্তমান)