• বন্ধুর সঙ্গে বেরিয়ে অনেক রাত পর্যন্তও ফিরল না তরতাজা ছেলে, সকালে এল মর্মান্তিক খবর
    ২৪ ঘন্টা | ০৯ এপ্রিল ২০২৫
  • অরূপ বসাক: ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু হল ডুয়ার্সের ২ যুবকের। মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটেছ ডুয়ার্সের চামুর্চি আউটপোস্ট সংলগ্ন চুনাভার্টি কার্লভার্ট এলাকায়। মৃত দুইজনই বানারহাট এলআরপি মোড় এলাকার বাসিন্দা।  মৃত দুই যুবকের না শিব সাহা(২০) এবং সঞ্জীব মাহাতো (২১)। একই দিনে দুই বন্ধুর অকালপ্রয়াণে পুরো এলাকা শোকস্তব্ধ।

    পরিবার সূত্রে জানা গেছে,  সন্ধ্যায় তাঁরা দু’জন চামুর্চিতে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। কিন্তু রাত দশটা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবার তাঁদের খোঁজ করতে শুরু করে। এরপর  সকালে পুলিসের মাধ্যমে তাঁদের দুর্ঘটনায় মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়।

    পরিবারের সদস্যদের দাবি, এটি স্বাভাবিক দুর্ঘটনা নয়। তাঁদের আশঙ্কা, ফেরার সময় চুনাভাটি কালভার্টের কাছে পিছন দিক থেকে কোনও গাড়ি এসে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যাওয়া বাইক উদ্ধার করে পুলিস।  

    মৃত সঞ্জীব মাহাতো লুকসানের একটি গ্রিল দোকানে কাজ করত এবং শিব সাহা বানারহাটে নিজের দোকান চালাতেন।

    মৃতের ভাই রঞ্জিত মাহাত বলেন, কাল সকালে কাজে বেরিয়েছিল। বিকেলে কাজ থেকে ফিরে এল। তার পর খেয়েদেয় বলল বন্ধুর দিদার বাড়ি যাচ্ছে। তার পর থেকে রাত হয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেনি। রাত নটা নাগাদ ওকে ফোন করলাম। বলল, বেরিয়ে পড়ছি। তারপর ২-৩ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও ও ঘরে ফেরেনি। আরমা ফের ফোন করলাম। দেখলাম ওর মোবাইল সুইচড অফ দেখাচ্ছে। থানা, হাসপাতালে খোঁজ নিলাম। কোনও পাত্তা পাইনি ভাইয়ের। সকালে খবর পেলাম কোনও গাড়ি ওকে ধাক্কা মেরে চলে গিয়েছে। ভাই গ্রিল মিস্ত্রির কাজ করত।

  • Link to this news (২৪ ঘন্টা)