• নিম্নচাপের ভ্রুকুটি! বুধেই রাজ্যজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা
    প্রতিদিন | ০৯ এপ্রিল ২০২৫
  • নিরুফা খাতুন: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! সকাল থেকেই মুখভার আকাশের। বুধেই রাজ্যজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিতে বাড়বে বৃষ্টির পরিমান, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। ফলে রেহাই মিলবে ভ্যাপসা গরম থেকে।

    জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য ও বঙ্গোপসাগর এলাকায় এর অবস্থান। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে। পরবর্তী ২৪ ঘণ্টায় এর অভিমুখ হবে উত্তর উত্তর-পূর্ব দিক। বাংলার জন্য প্রভাবশালী অক্ষরেখাটি দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, যেটি বিহারের উপর দিয়ে গিয়েছে। যার প্রভাবে আজ, বুধবার রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা পাঁচ জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসে বইবে।

    হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল, বৃহস্পতিবার নয় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শুক্রবার ঝড়বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ছয় জেলায়। শনিবারও দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে খবর। আগামী দুই থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তারপর খুব একটা তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।
  • Link to this news (প্রতিদিন)