• বুধে জেলায় জেলায় DI অফিস ঘেরাও কর্মসূচি, বৃহত্তর আন্দোলনের ডাক ‘যোগ্য’ চাকরিহারাদের
    প্রতিদিন | ০৯ এপ্রিল ২০২৫
  • রমেন দাস: এবার পথে নামছেন ‘যোগ্য’ চাকরিহারারা। আজ, বুধবার রাজ্যের সমস্ত ডিআই অফিসে বিক্ষোভ দেখাবেন তাঁরা। পরবর্তীতে বৃহত্তর আন্দোলন হবে বলেই জানিয়েছেন ‘যোগ্য’ চাকরিহারাদের প্রতিনিধি, শিক্ষক চিন্ময় মণ্ডল।

    নিয়োগ প্রক্রিয়া ‘অসাংবিধানিক’ ও ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ বলে তোপ দেগে এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক নিমেষে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই চাকরিহারাদের মধ্যে যারা ‘যোগ্য’ তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার জানান, ‘যোগ্য’ একজনেরও চাকরি যাবে না। একাধিক বিকল্প পরিকল্পনা করা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী সকলকে নিয়মিত স্কুলে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু তা সত্ত্বেও একাংশ স্কুলে যাননি। আবার যারা গিয়েছেন, তাঁরাও বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। রেজিস্টারের বদলে চাকরিহারাদের অন্যত্র সই করানো হয়েছে বলে অভিযোগ চিন্ময় মণ্ডলের। এই পরিস্থিতিতে যোগ্য সম্মান-সহ কাজে ফিরতে একাধিক কর্মসূচির পরিকল্পনা করেছেন চাকরিহারারা। মঙ্গলবার জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি করবেন তাঁরা। ডিআই অফিসে তালা ঝোলাবেন ‘যোগ্য’ চাকরিহারারা। ফলে জেলায় জেলায় অশান্তির আশঙ্কা রয়েছে।

    এদিন সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে যোগাযোগ করা হয় ‘যোগ্য শিক্ষক অধিকার মঞ্চে’র (২০১৬) চিন্ময় মণ্ডলের সঙ্গে। তিনি বলেন, “আমরা বুঝতে পেরেছি চাকরিটা চলে গিয়েছে। আমাদের আন্দোলন ছাড়া কোনও উপায় নেই। কেউ স্কুলে গেলেও রেজিস্টারে সই করতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে আন্দোলন ছাড়া পথ নেই।” চিন্ময়বাবুর কথায়, “মৃত্যুর মতো পরিস্থিতিতে আছি। আন্দোলনে শামিল হলে যদি পুলিশের হাতে আক্রান্ত হই, তাতেও আমরা পিছু হটব না।”
  • Link to this news (প্রতিদিন)