• ‘বামরামের কুৎসা রুখুন’, মন্ত্রিসভায় নির্দেশ মুখ্যমন্ত্রীর, সমাজমাধ্যমে সক্রিয় হওয়ার বার্তা
    প্রতিদিন | ০৯ এপ্রিল ২০২৫
  • স্টাফ  রিপোর্টার: সোশ‌াল মিডিয়ায় বিরোধীরা সরকারকে ক্রমাগত আক্রমণ শানালেও বেশিরভাগ নেতা-মন্ত্রী কার্যত চুপ করে রয়েছেন। জবাব দেওয়া তো দূরের কথা, কয়েকজন ছাড়া বাকিরা একেবারেই নিষ্ক্রিয়। এভাবে যে চলবে না, সেটা তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে ছিল মন্ত্রিসভার বৈঠক। সূত্রের খবর, কেন কেউ  কোনও পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছেন না সমাজমাধ‌্যমে, তা নিয়ে প্রশ্ন তোলেন ক্ষুব্ধ মুখ‌্যমন্ত্রী।  মন্ত্রীদের উদ্দেশে জানান, বিরোধীদের কুৎসা রুখতে প্রত্যেককে এবার থেকে সমাজমাধ‌্যমে সক্রিয় হতে হবে। ইস্যু ধরে জবাব দিতে হবে বিরোধীদের।

    সমাজমাধ‌্যমে দলের একাংশের নিষ্ক্রিয়তা নিয়ে দলের মধ্যে বরাবরই প্রশ্ন ছিল। তৃণমূল কংগ্রেসের মতো এত বড় দলের হাত গোনা কয়েকজনকেই নিয়মিত বিরোধীদের প্রশ্নবাণের মোকাবিলা করতে দেখা যায় সমাজমাধ‌্যমের বিভিন্ন অ‌্যাপে। সেটা সাংসদ, বিধায়ক হোক বা কাউন্সিলর কিংবা জেলা নেতৃত্ব, বেশিরভাগ আড়ালে থেকে গা-বাঁচিয়ে চলেন বলে দলেই অভিযোগ। বারবার এ নিয়ে দলেরই একটি অংশ  সরবও হয়েছে।  কিন্তু অবস্থা পাল্টায়নি।

    কার্যক্ষেত্রে দল বা সরকার যখন কোনও বড় ইস্যুতে বিরোধীদের ঝাঁজালো আক্রমণের মুখে বিপাকে পড়ে, তখন কেউ জবাব পর্যন্ত দিতে চান না বলে দলেরই একাংশের দাবি।  ফলে সমাজমাধ‌্যমের ফাঁকা মাঠে গোল করে যান বিরোধীরা।  ইদানীং কয়েকটি ইস্যুতে সেটা আরও সামনে চলে এসেছে।  সুপ্রিম কোর্টের রায়ের পর এদিন ছিল মন্ত্রিসভার বৈঠক।  সূত্রের খবর, সেখানে মন্ত্রীদের মমতা বলেন, বিকাশ ভট্টাচার্যর মতো আরও অনেকে তাঁদের ইচ্ছেমতো সমাজমাধ‌্যমে লিখে যাচ্ছেন। এমন কিছু লেখা হচ্ছে, যার সঙ্গে আসল তথ্যের কোনও যোগ নেই। যুক্তিহীন কথাবার্তা বলা হচ্ছে।  কিন্তু গত ক’দিনে সমাজমাধ‌্যমে মন্ত্রীদের পাল্টা প্রতিক্রিয়া লক্ষ‌্য করা যায়নি।  এবার থেকে দলের বিরুদ্ধে কুৎসা হলেই সবাইকে নামতে হবে বলে তাঁদের জানিয়ে দেন মুখ‌্যমন্ত্রী।

    দলীয় সূত্রে খবর, বিরোধী সিপিএম-বিজেপি বহুদিন ধরেই সমাজমাধ‌্যমে ভীষণ সক্রিয়।  সরকার হোক বা দল, যে কোনও ইস্যুতেই মানুষকে বিভ্রান্ত করতে ভুল যুক্তি দিয়ে প্রচার করে তারা। কখনও মজার ছলে, কখনও সম্পূর্ণ ভ্রান্ত যুক্তি দিয়ে সোশ‌াল মিডিয়ায় শুরু হয়ে যায় সরকার বিরোধী তোপ দাগা। খুব সহজেই সে সমস্ত প্রচার মানুষের কাছ পৌঁছে যায়। তার যে মোকাবিলা সবাইকেই করতে হবে, সেটা এদিন বুঝিয়ে দেন মুখ‌্যমন্ত্রী। রাস্তায় যেমন বিন্দুমাত্র জমি ছাড়া হবে না, তেমনই সমাজমাধ‌্যমেও পাল্টা প্রচারে প্রত্যেককে নামতে হবে বলে জানান তিনি। জানা গিয়েছে, এবার থেকে কারা সমাজমাধ‌্যমে বিরোধীদের পাল্টা জবাব দিচ্ছেন, তাতে নজর থাকবে মুখ‌্যমন্ত্রীরও।  কার কী পারফরম‌্যান্স, সেটাও যে বাদ যাবে না, সেটাও এদিন বৈঠকে মুখ‌্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন বলে খবর। 
  • Link to this news (প্রতিদিন)