চাকরি হারিয়ে ফুঁসছেন শিক্ষক-শিক্ষাকর্মীরা। যোগ্যদের সার্ভিস ব্রেক না-হওয়ার প্রতিশ্রুতি এবং অযোগ্যদের টার্মিনেশন লেটার ধরানো-সহ তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি মঙ্গলবারই দেওয়া হয় পশ্চিম মেদিনীপুরের জেলা স্কুল পরিদর্শকের কাছে। সেই স্মারকলিপির প্রেক্ষিতে ডিআই-এর জবাব চেয়ে প্রবল বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরের শিক্ষা দপ্তরে। বুধবার সকাল ১০টা নাগাদ দপ্তরে ঢোকার মেন গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা এবং যোগ্য বলে দাবি করা শিক্ষক-শিক্ষাকর্মীরা। বেলা সাড়ে ১০টা নাগাদ বিক্ষোভের জেরে ডিআই তাঁর অফিসে পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করলে চাকরিহারাদের ক্ষোভ তুঙ্গে ওঠে। ডিআই-কে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সামনের দরজা দিয়েই তাঁকে ঢুকতে হবে এবং তাঁদের চাকরি থাকার প্রতিশ্রুতি দিতে হবে।
ডিআই স্বপন সামন্ত অফিসে পৌঁছলে তাঁকে ঘিরে ধরে শিক্ষক-শিক্ষাকর্মীরা প্রশ্ন করেন, শিক্ষা দপ্তরের সঙ্গে তাঁর কী কথা হয়েছে এবং তিনি পর্যদে ই-মেল পাঠিয়েছেন কিনা! ডিআই জানান, তিনি মেল পাঠিয়েছেন। কিন্তু, এখনও উত্তর আসেনি।
তা শুনেই ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষক, শিক্ষাকর্মীরা বিক্ষোভ-স্লোগান শুরু করলে ডিআই পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেন। সেই সময় রীতিমতো ঠেলাঠেলি-ধস্তাধস্তি শুরু হয়। ডিআই-কে রুখে দেন শিক্ষক, শিক্ষাকর্মীরা। এরপরই, ডিআই-কে তাঁরা বলেন, 'পিছনের দরজা দিয়ে নয়। সামনের দরজা দিয়েই ঢুকুন। কিন্তু, এক ঘন্টার মধ্যে জবাব দিন!' এরপরই, ডিআই- সহ দু-তিন জন কর্মীকে মেন গেটের তালা খুলে অফিসে ঢোকানো হয়। তারপর ফের তালা লাগিয়ে দেওয়া হয়। ডিআই অফিসের সামনে এখনও চলছে বিক্ষোভ। রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পরিস্থিতি এখনও উত্তপ্ত।
অন্যদিকে, মালদাতেও চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের ডিআই অফিস ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে। কর্মহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, তীব্র বচসা বাধে। বুধবার সকাল ১১টা নাগাদ নাগাদ ইংরেজবাজারের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী মঞ্চ'। তাঁদের দাবি, যোগ্যদের চাকরি থেকে বঞ্চিত করা যাবে না। সংগঠনের কয়েকশো সদস্য ডিআই অফিসের ভিতর ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশের সঙ্গে তাঁদের বচসা ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের বাধা পেয়ে তাঁরা জেলা শিক্ষা দপ্তরের সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করে দেন। চাকরি যাওয়ায় রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সোচ্চার হন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বড় বাহিনী মোতায়েন করা হলেও জেলা শিক্ষা দপ্তর চত্বরে প্রবল উত্তেজনা রয়েছে।
তালিকা থেকে বাদ পড়েনি মুর্শিদাবাদও। জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ। বুধবার সকাল থেকে তাঁরা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের সামনে জড়ো হন। এর পরে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। এ দিন যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের সদস্যদের মুখে ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। ওই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বিদ্যালয় পরিদর্শক দপ্তরের সামনের রাস্তা। এতে যাতায়াতে ভোগান্তি পোয়াতে হয় সাধারণ মানুষ থেকে পথচারীদের।