• নজির কালীগঞ্জে, ফের শুরু ভোটার–তালিকার সংশোধন
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৫
  • বিধায়কের মৃত্যুর প্রেক্ষিতে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। তবে তার দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। যদিও ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে রাজনৈতিক বিতর্কে কার্যত মান্যতা দিয়ে কমিশন এই বিধানসভা কেন্দ্রের ভোটার–তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করে দিল মঙ্গলবার থেকে। এ জন্য কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার–তালিকা প্রকাশ করা হয়েছে। যা নজিরবিহীন।

    এতদিন বছরে এক বারই নির্বাচন কমিশন সংশোধিত ভোটার–তালিকা প্রকাশ করত। জানুয়ারি মাসে সেটা হতো। কোনও উপনির্বাচনের আগে কমিশনের ভোটার–তালিকা প্রকাশের রীতি নেই। শুধুমাত্র এই বিধানসভা কেন্দ্রের ভোটার–তালিকাই সংশোধন করা হচ্ছে। ২৪ এপ্রিল পর্যন্ত এই কেন্দ্রের মানুষ ভোটার–তালিকায় নাম তোলা বা মৃত ও ভূতুড়ে ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন জানাতে পারবেন।

    কমিশন ৫ মে এই কেন্দ্রের চূড়ান্ত ভোটার–তালিকা প্রকাশ করবে। জনমানসে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ফেরাতেই এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা।

    কমিশন খসড়া ভোটার–তালিকা প্রকাশ করে জানিয়েছে, জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার–তালিকা প্রকাশের পর গত তিন মাসে ৩২৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬০ জন মৃত। বেড়েছে বুথের সংখ্যাও। গত বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্রে ২৬১টি বুথ ছিল। এ বার আরও ৪৮টি নতুন বুথ যুক্ত হয়েছে। অর্থাৎ উপনির্বাচনে বুথের সংখ্যা হবে ৩০৯।

  • Link to this news (এই সময়)