• কিছু ওয়ার্ডে সভাপতি বদল করল জোড়াফুল
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৫
  • এই সময়: দক্ষিণ কলকাতার সাতটি ওয়ার্ডের সভাপতি বদল করল তৃণমূল। যে ওয়ার্ডগুলিতে সভাপতি বদল করা হয়েছে সেগুলি বেহালা পশ্চিম বিধানসভার অন্তর্গত। সেখানকার বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলা নেতৃত্ব এই অদলবদল করেছে বলে রাজনৈতিক মহলের অভিমত।

    তৃণমূল সূত্রের খবর, দলনেত্রীর অনুমোদন নিয়ে বেহালার মোট সাতটি ওয়ার্ডের সভাপতি পদে বদল করা হয়েছে। তৃণমূলের দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস কুমার এই বদলের কথা ইতিমধ্যে সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন। পার্থর অনুপস্থিতিতে এতদিন দেবাশিস নিজে বেহালা পশ্চিম বিধানসভার সাংগঠনিক কাজ দেখাশোনা করতেন।

    সূত্রের খবর, বেহালার ১১৯, ১২৫, ১২৬, ১২৮, ১২৯, ১৩০ এবং ১৩১ নম্বর ওয়ার্ডে নতুন সভাপতি করা হয়েছে। এই ওয়ার্ডগুলির মধ্যে ১২৬ নম্বর ওয়ার্ডে সভাপতির পদে দীর্ঘদিন কেউ ছিলেন না। তৃণমূলের মূল সাংগঠনিক বদল অবশ্য এখনও বকেয়া রয়েছে।

    জানা গিয়েছে, প্রথমে সাংগঠনিক জেলা সভাপতি ও চেয়ারম্যান পদে অদলবদল হবে। জেলাস্তরে এই অদলবদলের পরে ব্লক ও টাউন স্তরে সাংগঠনিক রদবদল হবে। এই সাংগঠনিক রদবদলের পাশাপাশি তৃণমূলের কয়েকটি শাখা সংগঠনের রাজ্য ও জেলা–স্তরের নেতৃত্বে রদবদল হওয়ার সম্ভবনা রয়েছে।

    তৃণমূল সূত্রের খবর, যেহেতু পার্থ প্রায় তিন বছর জেলবন্দি রয়েছেন তাই বেহালা পশ্চিমে দলের সাংগঠনিক কাজ একজন বিধায়ক যে ভাবে মনিটরিং করেন, তা হচ্ছিল না। কয়েকজন ওয়ার্ড সভাপতি সে ভাবে সক্রিয় ছিলেন না। ১২৬ নম্বর ওয়ার্ডের সভাপতির মৃত্যুর পরে দীর্ঘদিন সেই পদ ফাঁকা ছিল। এই প্রেক্ষাপটে দলনেত্রীর পরামর্শ অনুযায়ী সাতটি ওয়ার্ডে নতুন নেতাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)