• চাকরিহারাদের উপর লাঠিচার্জের প্রতিবাদ, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করলেন অভিজিৎ
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৫
  • শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করলেন BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বিকাশ ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক বাতিলের কথা ঘোষণা করেন তিনি। তিনি জানিয়েছেন, চাকরিহারা শিক্ষকদের উপর লাঠি চালানোর প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি চাকরিহারাদের দাবি সম্বলিত যে চিঠি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তাঁর দেওয়ার কথা ছিল, সেই চিঠিও ছিঁড়ে ফেলেন বিজেপি সাংসদ।

    বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘যোগ্যদের চাকরি বাঁচানোর দায় মুখ্যমন্ত্রীরই। তাঁর জন্যই যোগ্য-অযোগ্য বাছাই করা যাচ্ছে না। SSC চাইলেই যোগ্য ও অযোগ্যদের পৃথক করতে পারে। কিন্তু SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হাত-পা বেঁধে রেখেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক কারণেই যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে দেওয়া হচ্ছে না।’

    উল্লেখ্য, বুধবার সকালে চাকরিহারাদের একাংশ জড়ো হয়েছিলেন কসবায় DI অফিসের সামনে। তাঁদের ভিতরে প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ব্যারিকেড ভেঙে চাকরিহারাদের একাংশ ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। চাকরিহারাদের উপর লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে। এই ঘটনার পরই ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক বাতিল করেন BJP সাংসদ।

    অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘সরকারের সদিচ্ছার অভাবেই মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক বানচাল হয়ে গেল। পুলিশের লাঠিচার্জের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রতি মুহূর্তে চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে রয়েছি। যে কোনও রকম আইনি সাহায্যের জন্যও আমরা প্রস্তুত।’

  • Link to this news (এই সময়)