• বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, স্ত্রীর সঙ্গে যুবককে হাতেনাতে ধরলেন প্রেমিকা, তখনই জুতোপেটা...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কাজের সূত্রে বাইরে গিয়ে পরকীয়া। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ বিবাহিত যুবকের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরেই স্ত্রীর সঙ্গে যুবককে হাতেনাতে ধরলেন প্রেমিকা। প্রকাশ্যে জুতোপেটাও করলেন। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতনে। 

    পুলিশ জানিয়েছে, যুবক আদতে কলকাতার বাসিন্দা। সেখানেই তাঁর স্ত্রী ও এক সন্তান থাকে। কাজের সূত্রে বোলপুরের শান্তিনিকেতনে এসে থাকতেন। এখানেই এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন। এর দিন কয়েক পরেই যুবক যে বিবাহিত, তা জানতে পারেন প্রেমিকা। 

    মঙ্গলবার সকালে অভিযুক্ত যুবককে স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরেন প্রেমিকা। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন দিদি। এরপর শান্তিনিকেতনের পূর্বপল্লিতে স্ত্রীর সামনে যুবককে জুতো দিয়ে বেধড়ক মারধর করেন প্রেমিকা। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। যদিও পুলিশ আসার আগেই যুবক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পুলিশে জানালেও, এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি। ঘটনায় শোরগোল এলাকায়।
  • Link to this news (আজকাল)