আজকাল ওয়বডেস্ক: আসন্ন মহাবীর জয়ন্তীতে বেশকিছু ট্রেন পরিষেবা বন্ধ থাকবে কলকাতা মেট্রোতে। যদি এগুলি জানা থাকে তাহলে সেখান থেকে নিজের গন্তব্যে যেতে সুবিধা হবে।
মেট্রোর ব্লু লাইনে সেদিন ২৬২ টি ট্রেনের পরিবর্তেন চলবে ২৩৬ টি ট্রেন। সেখানে ১১৮ টি আপ এবং ১১৮ টি ডাউন ট্রেন চলবে। সেদিন সকাল ৬ টা ৫০ মিনিটে প্রথম মেট্রো নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে। একই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে। রাত সাড়ে নটায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রওনা দেবে। রাত ৯ টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে। রাত ৯ টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত ট্রেন চলবে।
অন্যদিকে মেট্রোর গ্রিণ লাইনে মোট ৯০ টি ট্রেন চালানো হবে। সেখানে সকাল ৬ টা ৫৫ মিনিটে প্রথম মেট্রো চলবে। শেষ মেট্রো চলবে রাত ৯ টা ৪০ মিনিটে। প্রতিটি মেট্রোর মাঝে ফারাক হবে ২০ মিনিটের।