'হনুমান সেবা দল' নামক একটি সংগঠন আগামী ১২ এপ্রিল হনুমান জয়ন্তী উপলক্ষে কলকাতার রেড রোডে ছয় ঘণ্টার শোভাযাত্রা আয়োজনের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সংগঠনটি সকাল ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই শোভাযাত্রা পরিচালনার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মঙ্গলবার এই আবেদন পেশ করা হয়। আদালত সংগঠনটির কাছে জানতে চায়, তারা কি পুলিশের অনুমতি চেয়েছে কিনা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা কলকাতা পুলিশের কাছে আবেদন করেছেন, তবে এখনও কোনও উত্তর পাননি। আদালত আবেদনটি গ্রহণ করে এবং বুধবার শুনানির তারিখ নির্ধারণ করেছে।
এদিকে, বিজেপি দলও একই দিনে বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রেড রোডে হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিলের আয়োজন করতে চায়। তারা পুলিশের কাছে অনুমতি চেয়েও সাড়া না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে বুধবার এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
রেড রোডে মিছিল বা সমাবেশ আয়োজনের জন্য পুলিশের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সংগঠনগুলিকে রুট, অংশগ্রহণকারীদের সংখ্যা, তাদের পরিচয় নথি এবং স্বেচ্ছাসেবকদের তথ্য প্রদান করতে হয়। এই তথ্যের ভিত্তিতে পুলিশ অনুমতি প্রদান বা অস্বীকার করার সিদ্ধান্ত নেয়।