• ব্রাত্যর সঙ্গে বৈঠকে 'না', মাঝ রাস্তায় কেন সিদ্ধান্ত বদল অভিজিতের?
    আজ তক | ০৯ এপ্রিল ২০২৫
  • কথা ছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বুধবার দুপুরে দেখা করবেন বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । শুধু দেখা করা নয়, কীভাবে যোগ্য ও অযোগ্য বাছাই করা সম্ভব, সেই ফর্মুলাও শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেবেন তিনি। কিন্তু শেষপর্যন্ত সেই কর্মসূচি বাতিল করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানালেন, বিক্ষোভরত চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিকাশভবন যাবেন না তিনি। 

    এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে আইনি পরামর্শের জন্য মঙ্গলবার দুপুরেই অভিজিত গঙ্গোপাধ্যায়ের  সঙ্গে দেখা করেছিলেন চাকরিহারাদের একাংশ। সেদিন দুপুর ৩ টে নাগাদ ‘এসএসসি ২০১৬ প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ’ মঞ্চের তরফে প্রতিনিধিরা বিজেপি সাংসদের  সঙ্গে দেখা করেন। চাকরিহারাদের দাবিদাওয়া জানাতেই বুধবার  এসএসসি  দফতরে যান অভিজিৎ গঙ্গোপাধ্যা। 
     
    এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের পর বিজেপি  সাংসদ বললেন, “আমরা আধঘণ্টার উপরে চেয়ারম্য়ানের সঙ্গে কথা বলেছি। সিবিআইয়ের থেকে পাওয়া মিরর ইমেজে থেকে ওএমআর শিট পাবলিশ করতে বলেছি। উপযুক্ত আইনি পদক্ষেপ করতে বলেছি। যাঁদের জীবন-মরন সমস্যা তাঁদের স্বার্থ যাতে সুরক্ষিত করা যায় সেটা দেখার কথা বলেছি। উনি শুনেছেন। ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে আশা করি।” এদিন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর বিকাশ ভবনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বৈঠক শেষে জানিয়ে দেন,  বিকাশভবন যাবেন না। কসবায় আন্দোলনরত চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদেই তাঁর এই সিদ্ধান্ত।

    অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বিক্ষোভরত চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিকাশভবন যাবেন না তিনি। বুধবার বিকাশভবনে গিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কসবায় বিক্ষোভরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সেই চিঠি ছিঁড়ে ফেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "কসবা থেকে বারাসত, দিকে দিকে যেভাবে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ করছে, তা মেনে নেওয়া যায় না। সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন রয়েছে, তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার যে বৈঠকে বসার কথা ছিল, তা বাতিল করলাম।" পাশাপাশি সাংবাদিকদের তিনি জানান, ‘‘আজকের কথাবার্তার মধ্য দিয়ে ধারণা হয়েছে যে, এসএসসি চাইলে ওএমআরের মিরর ইমেজ থেকে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে।’’ সেইসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন , এই মর্মে কথা না দিলেও কথোপকথনে এমনটাই ইঙ্গিত দিয়েছেন এসএসসি চেয়ারম্যান। এর পরেই মিরর ইমেজ প্রকাশ্যে আনার জন্য এসএসসিকে দু’দিন সময় বেঁধে দিয়েছেন তিনি। তাঁর দাবি, শনিবারের মধ্যে যোগ্য-অযোগ্য দের আলাদা করে সেই তালিকা বার করতে হবে।
     
  • Link to this news (আজ তক)