• চাকরিহারাদের বিক্ষোভে তুলকালাম কাণ্ড, কসবায় লাঠি চালাল পুলিশ, মালদাতেও ধুন্ধুমার
    আজ তক | ০৯ এপ্রিল ২০২৫
  • চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ কলকাতার কসবায়। বুধবার কসবায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরিহারারা। সেই সময়ই পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি সামলাতে চাকরিহারা শিক্ষকদের উপর লাঠি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। টেনেহিঁচড়ে সরানো হয় চাকরিহারাদের। এই ঘটনায় ক্ষোভে ফেটে পেড়েছেন চাকরিহারারা। ধুন্ধুমার কাণ্ড ঘটে মালদাতেও।

    শিক্ষিকাদের উপরও লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ন্যায়বিচার দিতেই হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। 

    শুধু কলকাতা নয়, এদিন রাজ্যের বিভিন্ন জেলাতেও চাকরিহারাদের বিক্ষোভের ছবি প্রকাশ্যে এসেছে। উত্তেজনা ছড়ায় মালদাতেও। সেখানে ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বাধে চাকরিহারাদের সঙ্গে। পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। 

    প্রসঙ্গত, গত সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে। যার জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা। তাঁদের একাংশের সঙ্গে সোমবার নেতাজি ইন্ডোরে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্যদের চাকরির বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, যাঁরা যোগ্য, তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ীই করব। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, কিছু রাস্তা ভাঙা থাকতে পারেন, সেই সব পেরিয়েই এগিয়ে যেতে হবে। আমার প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি, ই রেডি। এই যোগ্য শিক্ষকদের চাকরি যাতে কোনও ভাবে না যায়, তার ব্যবস্থা আমরা করব। আপনি আপনার কাজ করুন। আপনাকে কেউ চাকরি থেকে বরখাস্ত করেনি।

    অন্য দিকে, চাকরি বাতিল নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, '২৬ হাজার চাকরি যাওয়ার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন, তা মুখ্যমন্ত্রী। এসএসসির অটোনমি শেষ করেছেন মুখ্যমন্ত্রী। অযোগ্যদের জন্য যোগ্যদেরও বলি করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে কতগুলো প্রশ্ন করতে চাই, এক, আপনি সরাসরি প্রধান বিচারপতিকে আক্রমণ করেছেন...একবারও যোগ্য-অযোগ্যের তালিকা দেননি। আপনি অপরাধী...আপনি বলছেন যোগ্যদের পাস দিয়েছি, যোগ্যরাই ভিতরে গিয়েছেন। আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা ফেলুন। তা হলে দুধ আর জল আলাদা হবে। আমরা এটা আপনার কাছে আশা করি। সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি জনস্বার্থ মামলা করুন। অনুরোধ করব, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে আইনজীবী হিসাবে যোগ্যদের তালিকা হাতে নিয়ে যান। যদি না করতে পারেন, ২৩ লক্ষ ভাইবোনেদের আবার পরীক্ষায় বসতে হবে...।'
  • Link to this news (আজ তক)