• 'অনেকে বলেন আমরা হিন্দুদের রক্ষা করি না...', হঠাৎ কেন বললেন মমতা?
    আজ তক | ০৯ এপ্রিল ২০২৫
  • মহাবীর জয়ন্তীর অনুষ্ঠান থেকে 'বাঁচুন আর বাঁচতে দিন' মন্ত্রে একতার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন সর্ব ধর্ম সমন্বয় সহ ওয়াকফ নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, তাঁকে নিয়ে বিরোধীরা বারবার হিন্দুবিরোধী বলে দাগিয়ে দেন, এ কথা মিথ্যা বলে দাবি করেন মমতা। এদিন বিশ্ব নভকর মহামন্ত্র দিবসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখেন মমতা। 

    হিন্দু ধর্ম নিয়ে মমতা বলেন, "অনেকে বলেন বাংলায় আমরা হিন্দুদের রক্ষা করি না, এটা মিথ্যা। ইফতারে নিমন্ত্রণ জানালে কেন যাব না? দুর্গাপুজোয় গেলে ইফতারে কেন যাব না? বিভাজনে দেশ কখনও এগোয় না। আমি সব ধর্মের অনুষ্ঠানে সামিল হই। আমাদের সম্পত্তি কাউকে নিতে দেব না। বাংলার মানহানি করেন। বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বলুন কোন অনুষ্ঠান আমরা আটকেছি? আমি সংখ্যালঘুদেরও সাধুবাদ জানাব যে তারা হিন্দুদের সমস্ত অনুষ্ঠানে যোগ দেন।"

    এদিন ওয়াকফ নিয়েও বড় ঘোষণা করেন মমতা। বলেন, "বাংলায় এমন কিছু হবে না, এখানে বিভাজন রাজনীতি চলে না। বাংলায় একটাই নিয়ম চলে বাঁচুন আর বাঁচতে দিন। দিদি আপনাদের রক্ষা করবে আর আপনাদের সম্পত্তিও। অন্যের সম্পত্তি নেওয়ার অধিকার কারও নেই। বিভাজনে দেশ এগোয় না, একসঙ্গে দেশ এগোয়।"

    সম্প্রীতি নিয়ে তাঁর আরও বার্তা, "আপনারা জেনে রাখুন, এটা আপনাদের ঘর। জীবন খুব ছোট। যতদিন বাঁচবেন এমন কিছু করুন যাতে ভালোবাসা, সাফল্য, গর্ব, প্রেম থাকে। এই প্রেমের সঙ্গে জৈন ধর্ম খুব ভালোভাবে জড়িয়ে আছে। আমি বলব, দেশকে ঐক্যে জুড়ে দিন।"

    প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ইফতারে যাওয়া নিয়ে জাতীয় রাজনীতিতে যে রাজনৈতিক চাপানউতোর চলছে। সেই প্রেক্ষিতে ফের একতার বার্তা মমতার।
  • Link to this news (আজ তক)