• তেহট্টে বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মৃত্যু বৃদ্ধের, এলাকায় ক্ষোভ
    বর্তমান | ০৯ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট: বুধবার পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল  নদীয়া জেলার তেহট্ট থানার চিলাখালী দাসপাড়া এলাকায়। এদিন সকালে, পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক ষাটোর্ধ্ব ব্যক্তি। আর সেই ঘটনা ঘিরেই বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। মৃতদেহ রাস্তায় রেখে বেতাই পলাশী রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা।জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা নাগাদ স্কুটি করে ভবানীপুর থেকে পলাশীপাড়া যাচ্ছিলেন শৈলেন বিশ্বাস ও তাঁর বন্ধু দেবাশিস ঘোষ। চিলাখালী দাস পাড়ার কাছে একটি ট্রাক এসে তাঁদের স্কুটিতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। ট্রাকটি দেবাশিস ঘোষের উপর দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এরপরই উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে। স্থানীয়দের দাবি, যে ট্রাকটি বাইক আরোহীকে ধাক্কা মেরেছে সেই ট্র্যাক আটক করতে হবে। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পরে পুলিসি আশ্বাসে অবরোধ ওঠে।
  • Link to this news (বর্তমান)