নববর্ষের আগে তারাপীঠ মন্দিরে অনলাইনে পুজোর বিজ্ঞাপন! প্রকাশ্যে আসতেই সতর্ক করল মন্দির কর্তৃপক্ষ
প্রতিদিন | ০৯ এপ্রিল ২০২৫
নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট: বাংলা নববর্ষে অনলাইনে মা তারার পুজো। আগাম পুরোহিতের এবং পুজোর উপকরণের টাকা পাঠালেই পুজো দেওয়া যাবে বাড়িতে বসে। ভিডিও করে প্রচার কয়েকজন সেবায়েতের। এই ভিডিও ঘিরেই বিতর্ক। পয়লা বৈশাখ তারপীঠে বিপুল ভক্তসমাগম হয়। এবারও তার অন্যথা হবে না। তাই ভিড় এড়াতে ও সময় বাঁচাতে কেউ চাইলে অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা করতে চান কয়েকজন সেবায়েত। তবে এতে আপত্তি মন্দির কমিটির।
তারাপীঠ মন্দিরের কিছু সেবায়েত অনলাইনে ভিডিও করে বিজ্ঞাপনী প্রচার করেছেন। বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, অনলাইনে পুজো বুক করলে বাড়িতে বসে মিলবে প্রসাদ ও ভিডিও প্রুফ (রেকর্ড)। ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে। ৬০১ টাকা থেকে পুজো শুরু যত টাকা মূল্যের পুজো দিতে পারেন। তবে তারাপীঠ মন্দির কমিটির দাবি, এভাবে অনলাইনে পুজো দেওয়া অবৈধ। পুজোর সময় কোনও ভিডিও করা যাবে না-এই নিয়ম আগে থেকেই আছে। তারাপীঠ মন্দির কমিটির তরফে এমন কোনও ব্যবস্থা নেই বলে জানা গিয়েছে।
ভক্তদের আবেগকে শ্রদ্ধা জানিয়ে, মন্দির কমিটির তরফে বলা হয়েছে, তারা মায়ের কাছে পুজো নিবেদন করতে হলে আসতে হবে মন্দিরেই।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, “তারাপীঠ মন্দিরের কোনও নিজস্ব অনলাইন মাধ্যম বা পেজ নেই যেখানে ঘরে বসে পুজো দিয়ে প্রসাদ পেতে পারেন ভক্তরা। ফেসবুক ও ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখে অনেক ভক্তই তারাপীঠ মন্দিরে পুজো দেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা প্রতারিত হন। সেই কারণে আমরা একাধিকবার সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছি। ভক্তরা অনলাইনে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে প্রতারিত হয়েছেন। আর এই জন্যই ভক্তদের উদ্দেশে আমাদের একটাই বার্তা। দয়া করে অনলাইনে কোনও বিজ্ঞাপন দেখে তারাপীঠ মন্দিরে পুজো দেবেন না। এভাবে অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা তারাপীঠ মন্দিরে নেই। তবে নিজের পরিচিত সেবায়েত যদি কেউ থাকে তাঁর মারফত পুজো দিতে পারেন। সে ক্ষেত্রে সেবায়েতরা ডাকযোগে প্রসাদ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।”