• মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে জঙ্গিপুরে জাকির, শান্তি বজায় রাখার বার্তা বিধায়কের
    প্রতিদিন | ০৯ এপ্রিল ২০২৫
  • শাহজাদ হোসেন, ফরাক্কা: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে বৈঠক করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তি বজায় রাখার আবেদন করেছেন তিনি। জাকির জানিয়েছেন, “ওয়াকফ নিয়ে আন্দোলন হবে। দল আছে, আমরা আছি। অনুরোধ জানাচ্ছি কোনও প্ররোচনায় পা দেবেন না। শান্তি বজায় রাখুন।”

    ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার উত্তপ্ত হয় মুর্শিদাবাদের জঙ্গিপুর। তা জানতে পেরেই জাকিরকে এলাকায় গিয়ে শান্তি ফেরাতে পদক্ষেপ গ্রহণ করতে বলেন মুখ্যমন্ত্রী। তারপর আজ বুধবার স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন জাকির। বৈঠকের পর তিনি বলেন, “আমরা প্রতিবাদ করব। মুখ্যমন্ত্রী মানুষের পাশে আছেন। আমরা আছি। কোনও দরকার হলে আমাকে বলুন। কিন্তু কোনও প্ররোচনায় পা দেবেন না। শান্তি বজায় রাখুন।”

    এদিকে গতকালের পর আজ, বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠে মুর্শিদাবাদ। সকালে সুতি এলাকায় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মুর্শিদাবাদের এসপি ও ডিআইজির নেতৃত্বে রঘুনাথ শহর এলাকা ও বীরভূম-ওমরপুর সড়কে টহল দেয় বিশাল পুলিশ বাহিনী। থমথমে রয়েছে গোটা এলাকা। যদিও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এদিকে গোটা মুর্শিদাবাদ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে কিছু এলাকায়। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।
  • Link to this news (প্রতিদিন)