• সরকারি সম্পত্তি নষ্টের চেষ্টা ও পুলিশের ওপর হামলা হয়েছে, কসবাকাণ্ডে সাফাই পন্থের
    হিন্দুস্তান টাইমস | ০৯ এপ্রিল ২০২৫
  • কলকাতার কসবায় বিদ্যালয় পরিদর্শকের দফতরে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও লাথি মারার ঘটনায় নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে সাফাই দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। তাঁর দাবি, সরকারি সম্পত্তি নষ্ট করার চেষ্টা করেছেন চাকরিহারা শিক্ষকরাই। এই ঘটনাকে অবাঞ্ছিত বলে মন্তব্য করে মনোজ পন্থ চাকরিহারা শিক্ষকদের নিজের স্কুলে শিক্ষকতা চালিয়ে যেতে অনুরোধ করেছেন। আশ্বস্ত করেছেন তাঁদের পাশে রাজ্য সরকার সর্বোতভাবে রয়েছে।

    এদিন মুখ্যসচিব বলেন, ‘গত ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। তার পরেও কিছু জায়গায়, কারও কথায় বা প্ররোচনায় এরকম ঘটনা ঘটেছে যা বাঞ্ছনীয় নয়। আমরা চাই না এরকম ঘটনা আর কোথাও ঘটুক। বেশ কিছু জায়গায় শিক্ষক – শিক্ষিকারা স্কুলে পড়াচ্ছেন। এটা সত্যিই অভিনন্দনযোগ্য।’

    রাজ্য সরকার চাকরিহারাদের চাকরি বাঁচাতে আইনি পদক্ষেপ করতে চলেছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘আইনি দিকটি নিয়ে মুখ্যমন্ত্রীও বলেছিলেন সেদিনের বৈঠকে। আমরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে রায় সংশোধনের আর্জি ইতিমধ্যে মহামান্য সুপ্রিম কোর্টে জমা দিয়েছি। আমরা সেখানে বলেছি, বর্তমান ব্যূস্থা যাতে চালু রাখা যায়। এছাড়া আমরা রায় পুনর্বিবেচনার আর্জিও করব। এজন্য আইনি প্রস্তুতি চলছে। আমরা সকলকে আশ্বস্ত করতে চাই সরকার ওদের সব রকম সহযোগিতা করতে রাজি আছে। ওরা যে গভীর পীড়ার মধ্যে রয়েছেন সেটা আমরা সবাই বুঝতে পারছি ও অনুভব করছি।’

    চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মনোজ পন্থ বলেন, ‘শিক্ষক – শিক্ষিকা বন্ধুদের কাছে আবেদন যাতে এরকম কোনও ঘটনা না ঘটে। সবাইকে অনুরোধ শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে ভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ চালিয়ে যান।’

    এর পরই বুধবার কসবার ঘটনার দায় আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপরেই ঠেলেন মুখ্যসচিব। তিনি বলেন, ‘আজ অনেক জায়গায় সরকারি সম্পত্তি নষ্ট করার চেষ্টা হয়েছে। আমাদের সিনিয়র আধিকারিক খুব গুরুতরভাবে আহত হয়েছেন। এর মধ্যে কিছু পদক্ষেপ করা হয়েছে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আর খারাপ না হয়। সেটাও পুলিশকর্মী বাধ্য হয়ে অনেক অনুরোধ করার পরে পরিস্থিতিকে সামলানো হয়েছে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)