আইডি ও পাসওয়ার্ডের সঙ্গে লাগবে OTP, শিক্ষা পোর্টালের নিরাপত্তা বাড়াল রাজ্য
হিন্দুস্তান টাইমস | ০৯ এপ্রিল ২০২৫
ট্যাব কেলেঙ্কারিকে কেন্দ্র করে গত বছর ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। বিতর্কে পড়তে হয়েছিল শিক্ষা দফতরকে। প্রশ্ন উঠেছিল পোর্টালের নিরাপত্তা নিয়ে। তা থেকে শিক্ষা নিয়েই এবার বাংলা শিক্ষা পোর্টালের নিরাপত্তা আরও বাড়াল রাজ্য সরকার। এবার পোর্টালে লগইন করতে গেলে শুধু আইডি এবং পাসওয়ার্ড দিলেই হবে না। তার সঙ্গে প্রয়োজন হবে ওটিপির।
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, গত ৪ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলা শিক্ষা পোর্টালে লগইনের জন্য ওটিপি দিতে হবে। তারপরেই এই পোর্টালের মাধ্যমে ‘তরুণের স্বপ্ন’, ‘কন্যাশ্রী’র- মতো বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। সেক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী, আইডি পাসওয়ার্ড দেওয়ার পর ওটিপি আসবে প্রধান শিক্ষকদের কাছে। সেই ওটিপি দিলে তারপরেই লগইন করা যাবে। ফলে এক্ষেত্রে দুর্নীতি হলে প্রধান শিক্ষকরাই দায়ি থাকবেন কারণ সেই ওটিপি শুধুমাত্র তাঁরাই পাবেন।
ইতিমধ্যেই সমস্ত জেলায় স্কুল পরিদর্শকের কাছে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এর জন্য প্রধান শিক্ষকদের যাবতীয় নথি সার্কেল অফিসে জমা দিতে বলা হয়েছে। আগামী ১০, ২০ এবং ২৫ এপ্রিল প্রধান শিক্ষকদের নাম, ফোন নম্বর এবং আধার নম্বর জমা দিতে হবে। এআই প্রযুক্তির মাধ্যমে সেই নাম নথিভুক্ত করা হবে এবং পাসওয়ার্ড তৈরি হবে। তারপর এই নতুন পদ্ধতি চালু হয়ে যাবে।
এ বিষয়ে শিক্ষকদের একটি সংগঠনের বক্তব্য, এটা ভালো উদ্যোগ। তবে দফতরের ভিতরে কেউ দুর্নীতির সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করতে হবে। অন্যদিকে শিক্ষকদের আরেকটি সংগঠনের বক্তব্য, এতে এটাই বোঝা যাচ্ছে যে পোর্টালে ত্রুটি ছিল। শেষমেষ তা মেনে নিল শিক্ষা দফতর। অথচ তার দায় প্রধান শিক্ষকদের উপর চাপানো হয়েছিল। যদিও ট্যাব কেনার টাকা দেওয়ার বিরুদ্ধে ওই সংগঠন।
উল্লেখ্য, তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্য সরকার একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের পড়ার সুবিধার্থে ১০ হাজার টাকা করে দিয়ে থাকে। সেই টাকা পৌঁছে যায় আবেদনকারীদের অ্যাকাউন্টে। তবে গত বছর এ নিয়ে ব্যাপক গরমিল ধরা পড়েছিল। সেই টাকা কৃষক, শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষদের অ্যাকাউন্টে ঢোকে। ঘটনায় পুলিশ কৃষক, শিক্ষক থেকে শুরু করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় অভিযুক্ত অনেকেই পলাতক।