কলেজের খাতা দেখছেন ‘পিওন’, ভিডিয়ো নিয়ে হাজির দেবাংশু
হিন্দুস্তান টাইমস | ০৯ এপ্রিল ২০২৫
কলেজের পরীক্ষার খাতা দেখছেন পিওন। অবাক করা ভিডিয়ো সামনে এনেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সেই ভিডিয়োর সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
কী রয়েছে সেই ভিডিয়োতে?
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে মাথার উপর ফ্যান ঘুরছে। একজন খাতা দেখছেন।
দেবাংশু যে ভিডিয়োটি এনেছেন তার উপরে তিনি লিখেছেন, '২৫,০০০ শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বিজেপি নেতারা উল্লাস করছেন। আর এক পিওন মধ্য়প্রদেশের সরকারি কলেজে খাতা দেখছেন বলে ক্যামেরায় ধরা পড়েছে।
'এটা হল সেই রাজ্য যেখানে ব্যাপম কেলেঙ্কারি হয়েছিল। সেটা হল ভারতের দীর্ঘদিন ধরে চলা নিয়োগ কেলেঙ্কারি। এখনকার এই বিক্ষোভের নীতিটা কী?
প্রতি ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীকে কি ফের পরীক্ষা দিতে বাধ্য় করা হবে? '
কার্যত বিস্ফোরক ভিডিয়ো সামনে এনেছেন দেবাংশু। তবে সেই ভিডিয়ো ঠিক কোথায় তোলা, সেটা কবে তোলা হয়েছে, ওই ব্যক্তির পরিচয় কী তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছিল বলে জানা গিয়েছে।
তবে বাস্তবে যদি এমন ঘটনা হয়ে থাকা তা অত্য়ন্ত উদ্বেগজনক। কারণ পিওন কলেজের পরীক্ষা দেখার ক্ষেত্রে কতটা যোগ্য তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি যে খাতাগুলি দেখবেন তা কতটা সঠিকভাবে মূল্যায়ন হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে।
তবে এই ভিডিয়োকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। একদিকে পশ্চিমবঙ্গে শাসকদলের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ। অন্যদিকে বিজেপি যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই রাজ্য যে একেবারে দুর্নীতিমুক্ত তেমনটাও নয়। সেক্ষেত্রে বিজেপি কেন সেই সব রাজ্যের দুর্নীতি নিয়ে মুখ খোলে না তা নিয়েও প্রশ্ন উঠছে।
তবে ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যের বিভিন্ন স্কুলে একাধিক অযোগ্য শিক্ষক রয়েছে বলে অভিযোগ রয়েছে। তাঁদের নিয়োগ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অর্থাৎ তাঁরা শিক্ষক হয়েও কতটা যোগ্যতা তাঁদের রয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে সেই শিক্ষকরা যখন ছাত্রছাত্রীদের খাতার মূল্যায়ন করেন, কেবলমাত্র ক্লাসের খাতা নয়, তাঁরা যখন বোর্ডের খাতা দেখেন তখন তার মূল্যায়ন কতটা সঠিক হয় তা নিয়েও রয়েছে প্রশ্ন।
তবে ইতিমধ্য়েই চাকরিহারা ইস্যুতে জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। কসবায় পুলিশ চাকরিহারাদের উপর লাঠিচার্জ করেছে এই অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।
লালবাজারের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, পুলিশ নির্মমভাবে চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে।
এদিকে লালবাজারের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা। এরপর পুলিশ তাদের তুলে নিয়ে প্রিজন ভ্যানে নিয়ে যায়। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যদের পুলিশ প্রিজন ভ্যানে তোলে। এরপরই তুমুল শোরগোল পড়ে যায়।