• চাকরিহারাদের নিয়ে কী পরিকল্পনা! আলোচনায় রাজ্য, পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভাবনা
    হিন্দুস্তান টাইমস | ০৯ এপ্রিল ২০২৫
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছিলেন, তিনি বেঁচে থাকতে কোনওভাবে চাকরি যেতে দেবেন না। যদিও রাজ্য সরকার কীভাবে এই গোটা পরিস্থিতি সামলাবে? তা নিয়ে এখনও সামনে আসেনি সরকারের পরিকল্পনা। তবে সূত্রের খবর, এনিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য সরকার। এনিয়ে বিভিন্ন তথ্য সামনে আসছে।


    এক্ষেত্রে পার্শ্বশিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়ে একটা চিন্তাভাবনা চলছে। সুত্রের খবর বিকাশভবনে তরফে অর্থ দফতরের কাছে এই মর্মে ফাইল পাঠানো হয়েছে। বর্তমানে পার্শ্বশিক্ষকরা মাসে ১৩ হাজার করে বেতন পেয়ে থাকেন। তা বাড়িয়ে দ্বিগুণ বিষয়টি অর্থ দফতরের বিবেচনাধীন। সেক্ষেত্রে সরকার পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর পর যোগ্য চাকরিহারাদের মধ্যে থেকে আরও পার্শ্ব শিক্ষক নিয়োগ করতে পারে বলে সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। যদিও চাকরিহারা স্কুল শিক্ষকদের বেতনের থেকে তা অনেক কম হবে। তবে বিধানসভা নির্বাচনের আগে চাকরিহারাদের একটি বড় অংশকে পুনর্বাসন দেওয়া যেতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে।

    এদিকে, রায়ের ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সেদিকেই আপাতত তাকিয়ে রয়েছেন আধিকারিকরা। যদিও পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির আলোচনা নিয়ে মুখ খুলতে চাননি কোনও আধিকারিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি আইনি কমিটি গঠন করেছেন। সেই কমিটির কাছে চাকরিহারা শিক্ষকদের নিয়ে বিকল্প পরিকল্পনার বিষয়ে আলোচনা করা হয়েছে।

    অন্যদিকে, সিভিক ভলেন্টিয়ারদের মতোই রাজ্য সরকার সিভিক টিচার তৈরি করবে কি না তানিয়েও জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, চাকরিহারাদের নিয়ে বেশ কিছু ভাবনা চিন্তা রয়েছে। সবদিক বিবেচনা করেই রাজ্য সরকার এগোতে চায়ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক হয়ে সবকিছু খতিয়ে দেখছেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)