• জনরোষ সামলাতে চাকরি ফেরানোর ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী: বিকাশরঞ্জন
    হিন্দুস্তান টাইমস | ০৯ এপ্রিল ২০২৫
  • SSC নিয়োগ দুর্নীতিতে সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার। এদের মধ্যে ‘যোগ্য’দের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে SSC যাতে যোগ্যদের তালিকা প্রকাশ করে সেজন্য চাপ তৈরি করা শুরু করেছেন চাকরিহারারা। তবে এমন কোনও তালিকা তৈরি করা সম্ভব বলে মানতে নারাজ এই মামলায় বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, আসলে প্রতারিত শুধু ২৬ হাজার চাকরিহারা নন, ২০১৬ সালে যারা পরীক্ষা দিয়েছিলেন, প্রত্যেকে।

    বিকাশবাবু বলেন, ‘চাকরি হারা বা বঞ্চিত কাউকে নিয়েই মুখ্যমন্ত্রীর কোনও ভাবনা নেই। মুখ্যমন্ত্রীর একমাত্র ভাবনা ভাইপোকে নিয়ে। ওনার আশঙ্কা চাকরিহারারা যদি এখন টাকা ফেরত চায়! তাই উনি নতুন নাটক শুরু করেছেন।’ তিনি বলেন, ‘বিপুল সংখ্যায় যুবাদের চাকরি চলে যাওয়ায় সমাজে জনরোষ তৈরি হয়েছে। সেই জনরোষ সামাল দিতে উনি এখন চাকরি ফেরানোর ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছেন।’

    বিকাশবাবু বলেন, ‘এই ঘটনায় শুধু মাত্র যারা চাকরিহারা তারাই প্রতারণার শিকার নন, ২০১৬ সালে যে ২৩ লক্ষ যুবক – যুবতী পরীক্ষায় বসেছিলেন তারা প্রত্যেকে প্রতারণার শিকার। স্বচ্ছভাবে নিয়োগ হলে তাদের মধ্যেও অনেকে চাকরি পেতে পারতেন। তারাও পরিবারের পাশে দাঁড়াতে পারতেন। তাই শুধু চাকরিহারাদের কথা ভাবলে হবে না।’

    বিকাশবাবু বলেন, ‘এই পরিস্থিতি এড়ানোর জন্য পর্যাপ্ত তথ্য SSCর কাছে থাকলে এতদিন তারা তা আদালতে পেশ করেনি কেন? কাদের বাঁচাতে SSC এই অবস্থান নিয়েছিল তা স্পষ্ট। আদালতটা ছেলেখেলা করার জায়গা না কি? আর আদালতের সময়ের দাম নেই? উনি এখন পুুনর্বিবেচনার আর্জির নামে সময় নষ্ট করার চেষ্টা করছেন। ওনার উচিত আদালতের নির্দেশ মেনে অবিলম্বে ফের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা। এবং স্বচ্ছভাবে নিয়োগ নিশ্চিত করা।’

    তিনি বলেন, ‘আদালত বলেছে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিযুক্ত। ফলে কে যোগ্য, কে অযোগ্য কীসের ভিত্তিতে ঠিক হবে? বিভিন্ন ভাবে দুর্নীতি হয়েছে। তার কয়েকটি চিহ্নিত হয়েছে। আর যে কোনও ভাবে দুর্নীতি হয়নি তার নিশ্চয়তা কে দেবে? বিশেষ করে যেখানে মতলবটাই ছিল দুর্নীতি করব।’

    বিকাশবাবু বলেন, ‘আমি চাকরিহারাদের বলব, আদালতের নির্দেশের বাইরে কারও কোনও কথায় বিভ্রান্ত হবেন না। আদালতের নির্দেশের বাইরে কোনও পদক্ষেপ করবেন না।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)