চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল বারাসত। কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এসএসসি-এর রিজিওনাল অফিস। টায়ার জ্বালিয়ে, অফিসের গেটে তালা ঝুলিয়ে রীতিমতো তাণ্ডব চালালেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ভবনের মধ্যেই এসএসসি-এর আঞ্চলিক অফিস। বুধবার দুপুরে সেখানেই জমায়েত করেন চাকরিহারারা। তাঁদের দাবি, যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। শুরু হয় বিক্ষোভ। ওঠে মুহুর্মুহু স্লোগান। বিক্ষোভকারীরা এসএসসির দফতরের মধ্যে ঢোকার চেষ্টাও করে।
পরিস্থিতি আঁচ করে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ বাহিনী। তাঁরা বিক্ষোভকারীদের এসএসসি অফিসে ঢুকতে বাধা দেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়। যাতে আর পুলিশ আসতে না পারে তার জন্য অফিসের ৩টি গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ তালা ভেঙে ভেতরে ঢোকে।
চাকরিহারা অভিষেক মণ্ডল দাবি করেন, ‘আমাদের ওএমআর শিট প্রকাশ্যে আনুক এসএসসি। আমরা আর কতবার যোগত্যার পরিচয় দেব? প্রত্যেক ডিআই অফিস থেকে শুরু করে এসএসসির রিজিওনাল অফিস পর্যন্ত, সর্বত্র সব নথি দেখিয়েছি, জমা দিয়েছি। ওএমআর শিটের মিরর ইমেজ এই সরকার এখনও লুকিয়ে রেখেছে। তা যে ভাবেই হোক বের করতে হবে।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রীতিমতো হুঁশিয়ারির সুরে চাকরিহারারা বলেন, ‘যেখান থেকে হোক এই মিরর ইমেজ বের করুন। আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। যে ভাবেই হোক আমাদের চাকরি বহাল রাখতে হবে।’